এক্সপ্লোর
Tarapith Puja: ডাকের সাজ মায়ের, শীতলভোগ নিবেদন; পুণ্যার্থীদের ভিড় তারাপীঠে
Kali Puja 2024: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর।
ফাইল ছবি
1/9

বঙ্গভূমের অন্যতম সাধনপীঠ বীরভূমের তারাপীঠ। কথিত আছে, মহাঋষি বশিষ্ঠের দীর্ঘ তপস্যার পর, যে রূপে মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন, দেবীর সেই রূপই প্রস্তরীভূত হয়। তারাপীঠে যুগের পর যুগ ধরে সেই রূপেই পূজিত হয়ে আসছেন মা তারা।
2/9

তারাপীঠে শক্তির আরাধনা চলছে। রীতি মেনে করা হয়েছে পুজোর আয়োজন। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর।
Published at : 31 Oct 2024 06:47 PM (IST)
আরও দেখুন






















