এক্সপ্লোর
Digha Sea Food Festival : সমুদ্র-স্নানের মাঝেই চলুক মুখ, ১০০ রকম মাছের অসংখ্য পদ নিয়ে দিঘায় 'সি-ফুড ফেস্টিভ্যাল'
ঋত্বিক প্রধান, দিঘা : চলছে সি ফুড ফেস্টিভ্যাল। সমুদ্র স্নান আর এদিক-ওদিক ঘুরে দেখার ফাঁকে মাছের কামড় দিচ্ছেন পর্যটকরা। সব মিলিয়ে জমজমাট আনন্দ ।
১০০ রকম মাছের অসংখ্য পদ নিয়ে দিঘায় 'সি-ফুড ফেস্টিভ্যাল'
1/8

সমুদ্রের ধারে গেলেই ডাব আর ভাজা মাছ , কে না চায়। দিঘায় সৈকতে মাছ-ভাজার দোকানগুলি ভীষণ ভাবে জনপ্রিয়। এবার মৎস্যপ্রিয় পর্যটকদের কথা ভেবেই নেওয়া হল নতুন উদ্যোগ।
2/8

খাদ্য রসিকদের জন্য সেজে উঠেছে চিংড়ি, ইলিশ, পমফ্রেট সহ সামুদ্রিক মাছের পসরা। টাটকা স্বাদে মজেছেন দিঘায় ঘুরতে আসা পর্যটকরা।
Published at : 19 Jan 2024 01:34 PM (IST)
আরও দেখুন






















