এক্সপ্লোর
Durga Puja 2022 : দ্বিতীয়ায় এলেন মা, চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে বেনারসী শাড়িতে সাজছেন দেবী
এই বাড়িতে কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে। একটি গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামো।
Durga Puja 2022 : দ্বিতীয়ায় এলেন মা, চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে বেনারসী শাড়িতে সাজছেন দেবী
1/10

প্রতি বছরের মতো এই বছরও দ্বিতীয়া তিথিতে চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে এলেন মা। বসলেন দালান আলো করে।
2/10

এই বাড়িতে কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে। একটি গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামো। সেই ডাল প্রতিমার সঙ্গেই নিরঞ্জন হয়।
3/10

মায়ের পরনে থাকে বেনারসী শাড়ি। গা-ভরা সোনার সাজ। ঠাকুর দালানের সামনেই লেখা বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি ....
4/10

মহাষষ্ঠীর রাতে বাড়ির বউরা মা-কে বরণ করেন, তাকে বলে বেলবরণ প্রথা। বৃহন্নান্দীকেশ্বর মতে পুজো হয় এই বাড়িতে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী। পুজোর রীতি অবশ্য প্রতিবছর একই।
5/10

পুজোর সব জোগাড় করেন বাড়ির মেয়েরাই। তবে ভোগ রান্নার দায়িত্বে থাকেন বাড়ির ছেলেরা। ভোগের ঘরে ঢোকার জন্য উপনয়ন হওয়া আবশ্যিক।
6/10

এক সময় এ বাড়িতে পশুবলির রীতি ছিল । পরে পশুবলি উঠে যায়। মায়ের ভোগে নানারকম উপকরণের পাশাপাশি রোজই থাকে মাছ, আমিষ ভোগ।
7/10

প্রায় প্রতিটি পুজোর মতোই খিচুড়ি , ভাত, পাঁচ ভাজা তো থাকেই সেই সঙ্গে থাকে নানাবিধ চাটনি ও মিষ্টির উপকরণ। সপ্তমী থেকে দশমী নানারকম মাছের পদ মা-কে নিবেদন করা হয়।
8/10

নবমীর রাতে রান্না করা ভোগ পরদিন সকালে দেবীকে উত্সর্গ করা হয়। এই বাড়ির ভোগের মধ্যে চিংড়ির মালাইকারি সহ নানারকম মাছ সাজিয়ে দেওয়ার রীতি আছে।
9/10

এক সময় পুজোয় নাটক অনুষ্ঠিত হত দেখার মতো। এই বাড়িতে কানন দেবীর মতো মানুষ এসেছেন যাত্রা দেখতে।
10/10

দশমীতে স্বামীগৃহে মেয়েকে পাঠানোর আগে পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে গান ধরেন , ভজিতে তোমারে শিখি নাই কভু, ডাকি শুধু তোমায় মা বলে। সাধনার রীতি জানি নাকো নীতি, পুজি শুধু তোমায় আঁখি জলে।'
Published at : 28 Sep 2022 03:38 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















