এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
ABP Ananda Sharad Samman : ঠাকুর দেখতে যাওয়ার আগেই জেনে নিন, এবিপি আনন্দ শারদ সম্মান পেল কোন কোন পুজো ?
ঠাকুর দেখতে যাওয়ার আগেই জেনে নিন, এবার কলকাতায় কোন পুজো নজর কাড়ল। বিভিন্ন ক্যাটেগরিতে কে কী পুরস্কার পেল
এবিপি আনন্দ শারদ সম্মান
1/9

উৎস সন্ধানে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল বালিগঞ্জ ২১ পল্লি।
2/9

দীর্ঘদিন ধরে বাংলার ঘরে ঘরে শাঁখের যে ব্যবহার চলে আসছে তাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোর মণ্ডপসজ্জায়।
3/9

নির্মাণ শৈলীতে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন। এবার তাঁদের থিম অনুভব।
4/9

তাঁদের এবারের থিম স্বপ্ন। মণ্ডপসজ্জা থেকে আলো, সবেতেই আছে স্বপ্নিল ছোঁয়া ।
5/9

মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নানান ধরণের নির্মাণশৈলী। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা।
6/9

শিল্প প্রয়োগে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল পূর্বাচল শক্তি সংঘ। বাংলার কাঠ খোদাই শিল্পকে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে।
7/9

মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা।
8/9

স্থাপত্যে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ার। তাঁদের এবারের থিম রামমন্দির।
9/9

তবে মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও, অন্যান্য বছরের মতো এবছরেও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা।
Published at : 18 Oct 2023 03:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























