এক্সপ্লোর
Belur Math: বেলুড় মঠে সন্ধিপুজো, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে বিশেষ পুজো
মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এর নাম ‘সন্ধিপুজো’
দেবী দুর্গার উগ্র ও ভয়াল রূপ এই সময় পূজিত হয়
1/7

মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷
2/7

কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷ বেলুড় মঠেও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এই পুজো হয়।
Published at : 30 Sep 2025 06:54 PM (IST)
আরও দেখুন






















