এক্সপ্লোর
Egg Price Hike: ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব, কমেছে জোগান, ঊর্ধ্বমুখী ডিমের দাম
Egg Price: গতকাল থেকে এক লাফে অনেকটাই বেড়েছে ডিমের দাম
ফাইল ছবি
1/8

মাছ-মাংসের দাম বাড়লে বাঙালির পাতে ভরসা হল সস্তায় পুষ্টিকর খাবার ডিম।
2/8

কিন্তু এখন নাগালের বাইরে যেতে বসেছে সেই ডিমও।
3/8

কলকাতার বিভিন্ন বাজারে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়।
4/8

কিন্তু কেন এই পরিস্থিতি? ব্যবসায়ীদের বক্তব্য,রাজ্যের পোলট্রি ফার্মগুলি থেকে যে ডিম আসে, তাতে এ রাজ্যের চাহিদা পূরণ হয় না।
5/8

অতিরিক্ত ডিমের জন্য নির্ভর করতে হয় অন্ধ্রপ্রদেশ তেলঙ্গানার ওপর।
6/8

প্রবল শক্তি নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছিল মিগজাউম। আর তার প্রভাব পড়েছে সে-রাজ্যের আমদানি রফতানিতেও।
7/8

ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা সচল না থাকায় কমেছে ডিমের জোগান।
8/8

তার ফলে বেড়েছে ডিমের দাম। আর এতে পকেটে টান পড়ছে সাধারণ ক্রেতাদের।
Published at : 10 Dec 2023 08:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















