এক্সপ্লোর
BJP Nabanna Abhijan : গাড়িতে আগুন, ইটবৃষ্টি, জলকামান-কাঁদানে গ্যাস, খণ্ডযুদ্ধ বিজেপির নবান্ন অভিযানে
BJP: বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার। বড়বাজারে জ্বলল পুলিশের গাড়ি। সাঁতরাগাছিতে ইট বৃষ্টি। বিজেপির মিছিল আটকাতেই রণক্ষেত্র বড়বাজার। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন। পাল্টা পুলিশের মার।

BJP Nabanna Abhijan, BJP
1/12

ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। কোথাও আবার লঙ্কা গ্যাস। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।
2/12

বড়বাজারে বিজেপির মিছিল আটকানোয় জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি।
3/12

সাঁতরাগাছি, বড়বাজারের সঙ্গে হাওড়া ময়দানেও তুলকালাম। বিশাল লোহার ব্যারিকেডে আটকাল বিজেপি।
4/12

সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত।
5/12

বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ। আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
6/12

কোনা এক্সপ্রেসওয়ে কার্যত কুরুক্ষেত্রের চেহারা নিয়েছিল। প্রবল বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
7/12

বিজেপির নবান্ন অভিযান ঘিরে গনগনে গঙ্গাপাড়। হাওড়া-কলকাতার একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বিজেপি সমর্থকদের।
8/12

কড়া নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে এগোনোর চেষ্টা করতেই বিজেপি কর্মীদের উদ্দেশে ছুটে আসে জলকামান।
9/12

পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইট-পাথরবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ, জলকামান, কাঁদানের গ্যাসের শেল ফাটায় পুলিশ।
10/12

শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের আটক করা হয় মিছিল নিয়ে নবান্নের পথে এগোতেই। পরে সন্ধের দিকে ছেড়ে দেওয়া হয় তাঁদের।
11/12

গঙ্গাপাড়ের দুই জেলাই শুধু নয়, কার্যত গোটা রাজ্যজুড়ে বিক্ষোভ, অবরোধ চলে।
12/12

বিজেপি কর্মী ও পুলিশ, দু-পক্ষেরই অনেকেই জখম হন। (ছবি সৌজন্য- PTI, IANS )
Published at : 13 Sep 2022 06:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
