এক্সপ্লোর
Digha Hotel Room Booking: দীঘায় ঘুরতে যাবেন ভাবছেন? পর্যটকদের জন্য বিশেষ ছাড় এবার হোটেলে
দীঘায় হোটেলে বিশেষ ছাড়
1/9

করোনা সংক্রমণ একটু শিথিল হওয়ায় খুলেছে পর্যটন কেন্দ্রগুলো। শিথিল হয়েছে বিধি নিষেধও।
2/9

করোনার জেরে এতদিন ধরে প্রায় ফাঁকা রয়েছে দীঘা। কারণ কোভিড আতঙ্কে কেউ আর দীঘায় যেতে সাহস পাচ্ছেন না।
3/9

অন্য সময় বছরের বিভিন্ন সময় ভিড় দেখা যায় দীঘায়। কিন্তু এবার কোভিড আতঙ্কে পর্যটকরাও কম ভিড় করছেন।
4/9

তবে পর্যটকদের জন্য এবার খুশির খবর। পর্যটকদের টানতে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন হোটেল বুকিংয়ে ছাড় দিতে চলেছে।
5/9

অনলাইনে হোটেল বুকিং কিংবা দিঘায় এসে হোটেলের রুম স্পট বুকিংয়ের ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
6/9

এই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগে হোটেলের যে রুম ২০০০ টাকায় পাওয়া যেত , তা এখন মিলবে ১৫০০- ১৭৫০ টাকায়।
7/9

একই ভাবে ১৫০০ টাকার রুম ১০০০- ১৩০০ টাকা, ১০০০ টাকার রুম ৮০০ টাকায় মিলতে পারে।
8/9

অবশ্য হোটেল ভাড়ায় কিছুটা ছাড় মিললেও, কোভিড বিধির ক্ষেত্রে কোনও রকম আপোস করা হবে না বলে হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে।
9/9

যে সমস্ত পর্যটকের কোভিড রিপোর্টের সার্টিফিকেট নেই, সেই সমস্ত পর্যটকের জন্য হোটেল মালিকদের সংগঠন করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে।
Published at : 29 Jul 2021 02:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















