এক্সপ্লোর
Mamata Banerjee: ২৪-এর স্ট্রাটেজি, মণিপুর প্রসঙ্গ থেকে মোদিকে নিশানা! ২১-এর মঞ্চ থেকে আর কী বার্তা মমতার?
আজ ২১-এর মঞ্চে কী বার্তা মমতা?
1/10

কখনও ২৪-এর ভোটের রণকৌশল নিয়ে কথা বললেন। কখনও আবার মোদি সরকারের বিরোধীতায় সুর চড়ালেন। মণিপুর নিয়েও সরব হলেন বক্তৃতার মাঝেই। সবমিলিয়ে ২১-এর মঞ্চে রাজ্য তথা দেশ নিয়ে একাধিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী বললেন তিনি।
2/10

পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য আমি সব মানুষকে প্রণাম জানাই। অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন করবেন সবাই । আমরা মণিপুরের মানুষদের পাশে আছি। মণিপুর জ্বলছে, কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান ? সারা দেশ আজ জ্বলছে। মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করলে দেশের মহিলারাই নির্বাচনে আপনাদের দূরে সরিয়ে দেবে'
Published at : 21 Jul 2023 11:55 PM (IST)
আরও দেখুন






















