এক্সপ্লোর
Howrah News: গড়চুমুকে ঘোর বিপত্তি! বাঁধ ভেঙে চরে আটকাল জাহাজ
Ship Accident: নদীর চরে ধাক্কা দিয়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ, তার ধাক্কায় ভাঙল বাঁধও। ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়চুমুকে।
নিজস্ব চিত্র
1/8

সুখা মরসুমে জল শুকিয়ে যায় নদীতে। কিন্তু এখন ঘোর বর্ষা। নদীতে জলের স্রোত। তারপরেও চরার বিপদ কাটল না। নদীর চরে ধাক্কা দিয়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ, তার ধাক্কায় ভাঙল বাঁধও। ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়চুমুকে।
2/8

হাওড়ার পরিচিত পর্যটন কেন্দ্র গড়চুমুক। সেখানেই নদীপথ দিয়ে পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। এদিন ওই নদীপথ দিয়েই কলকাতার দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী জাহাজ। ঠিক তখনই উল্টোদিক থেকে আসছিল একটি জাহাজ। মুখোমুখি ২টি জাহাজ চলে আসায়, হলদিয়ামুখী জাহাজটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গড়চুমুক পর্যটন কেন্দ্রের নদীর চরে ধাক্কা মারে কলকাতার দিকে যাওয়া জাহাজটি।
Published at : 02 Aug 2023 06:39 PM (IST)
আরও দেখুন






















