এক্সপ্লোর
Kali Puja 2024: মণ্ডপ সজ্জায় পুতুল গ্রামের ইতিকথা, ৪২ বছরে পা রাখল দমদম মিলন চক্র ক্লাবের কালীপুজো
DumDum Kali Puja 2024: দীপান্বিতা অমাবস্যার কালী পুজোর দিনই নিয়ম-নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা গড়া হয়, বর্তমানে স্থানীয় এলাকার মানুষজন এই পুজোতে যথেষ্ট সহযোগিতা করে থাকেন।

দমদমের মধুগড় মিলনচক্র ক্লাবের কালীপুজো
1/8

দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। শহরের বিভিন্ন প্রান্তে ছোট বড় অনেকগুলো পুজোই কিন্তু চমক দিয়েছে।
2/8

দমদমের কালীপুজোগুলোর মধ্যে উল্লেখযোগ্য মধুগড় মিলন চক্র ক্লাবের কালীপুজো। এবারও তাঁরা চমক দিয়েছে।
3/8

মিলন চক্র ক্লাবের পুজো এবার ৪২ বছরে পা রাখল। মায়ের পুজোর প্যান্ডেলেই এবার মিলন চক্র ক্লাবের চমক।
4/8

গ্রাম বাংলার পল্লী কথা ফুটে উঠেছে প্যান্ডেল। মণ্ডপের ভাবনা পুতুল গ্রামের ইতিকথা।
5/8

মণ্ডপে ঢুকতেই দেখতে পারবেন অসংখ্য পুতুল। গ্রাম বাংলায় পুতুল নাচের যে ছবি তা ফুটে উঠেছে এখানে।
6/8

বনগাঁর বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী প্রদীপ ভট্টাচার্যের তুলির টানে ফুটে উঠেছে কালী মায়ের মুখ। এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় বাড়ছে দমদমে।
7/8

শুরুর দিকে ছোট করে এই পুজো শুরু করেছিলেন স্থানীয় ক্লাবের কয়েকজন। দীপান্বিতা অমাবস্যার কালী পুজোর দিনই নিয়ম-নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা গড়া হয়, বর্তমানে স্থানীয় এলাকার মানুষজন এই পুজোতে যথেষ্ট সহযোগিতা করে থাকেন।
8/8

দমদমের অন্যান্য কালীপুজোগুলোর মধ্যে এই পুজো বিশেষভাবে জায়গা করে নিয়েছে সবার মনে। দক্ষিণেশ্বর কালীমন্দির দর্শনে যাঁরা দূর থেকে আসেন। তাঁরাও এই বিশেষ দিনে মিলনচক্রের পুজো দেখতে একবার ঢুঁ মারবেনই অবশ্যই।
Published at : 31 Oct 2024 09:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
