এক্সপ্লোর
Partha-Anubrata Arrested: অনুব্রত-কে নিয়ে বিস্ফোরক বাম-বিজেপি, শাসকদলকে পাশে পেলেন না পার্থ
Anubrata Partha Controversy: পার্থ-অনুব্রত-কে নিয়ে কী মত শাসকদল এবং বিরোধীদের ? রইল ছবি-সহ মমতা থেকে শুরু করে দিলীপ-শুভেন্দুদের বিস্ফোরক বাক্যবাণ !
অনুব্রত-কে নিয়ে বিস্ফোরক বাম-বিজেপি, শাসকদলকে পাশে পেলেন না পার্থ
1/10

অনুব্রত-কে নিয়ে লকেট বলেন, 'রাইসমিলের মধ্যেও হয়তো কোটি কোটি টাকা পাওয়া যাবে। চালের ভিতরেও হয়তো কোটি কোটি টাকা রেখে দিয়েছেন। যে মাকড়ার জালের মতো সারা বীরভূম জুড়ে টাকার বিস্তার করেছে, আমার মনে হয় মানুষের সামনে সেগুলি আনা উচিত। খুব তাড়াতাড়ি এনার বিচার করা উচিত। লজ্জার কথা মানুষের টাকা এরা লুঠ করেছে।'
2/10

পাল্টা শান্তনু সেন বলেন, 'আমি তো কিছুদিন আগে অবধিও জানতাম যে, লকেট দিদিমণি এপাং ওপাং ঝপাং করে, লম্ফ দিয়ে ঝম্প মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার চেষ্টা করছিলেন। কারণ তিনি নিজেও খুব ভাল মতো জানেন, তা না হলে ২০২৪-এ তার তকমা হবে লকেট চট্টোপাধ্যায় , প্রাক্তন সাংসদ। এখন ঘোলা জলে মাছ ধরে তিনি হয়তো এই ধরণের কথা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছেন। '
Published at : 20 Aug 2022 08:14 PM (IST)
আরও দেখুন






















