এক্সপ্লোর
BJP on Sougata: 'জুতো তৈরি'-র হদিশ দিতে গিয়ে দিলীপ-সুকান্তদের নিশানায় সৌগত
Dilip Sukanta Slams Sougata: ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', বলেছিলেন সৌগত, 'লাঠি সাপ্লাই দেব', বলেছিলেন মদন। তারপর যা পাল্টা বললেন দিলীপ-সুকান্তরা।
'জুতো তৈরি'-র হুমকি দিতে গিয়ে দিলীপ-সুকান্তদের নিশানায় সৌগত
1/10

সৌগত ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'উনি নিজে চলতে ফিরতে পারেন না। এই সব কথা ওনার মুখে সাজে কি ? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য. আগামীবারের টিকিট নেওয়ার জন্য এই সব জোশ দেখাচ্ছেন।এই সব কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন কোথায় ওনারা। এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওরা দায়ী নয়। সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। আর এই যে শব্দগুলি বলছেন, এর জবাব সাধারণ মানুষ দেবে।'
2/10

সুজন চক্রবর্তী বলেন, ভাবা যায়না, কল্পনা করতে পারিনি সৌগত রায় বলে পরিচিত যে লোকটা, একজন অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। দিন যতো যাচ্ছে, তত কিছু নেতার অসভ্যতা বাড়ছে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', সৌগত-র বক্তব্য তুলে 'এর মানেটা কি' প্রশ্ন করেন তিনি। এরপরেই তিনি বলেন, ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর।
Published at : 19 Aug 2022 09:09 AM (IST)
আরও দেখুন






















