এক্সপ্লোর
Netaji Birth Anniversary: নেতাজির জন্মদিনে বিস্ফোরক শুভেন্দু, বেলা বাড়তেই ময়দানে নামলেন মমতা
Mamata Attacks PM Modi on Netaji: সকালে নাম না করেই নেতাজি ইস্যুতে শাসকদলকে দুষলেন শুভেন্দু। বেলা বাড়তেই 'দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন বাকিরা ?
![Mamata Attacks PM Modi on Netaji: সকালে নাম না করেই নেতাজি ইস্যুতে শাসকদলকে দুষলেন শুভেন্দু। বেলা বাড়তেই 'দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন বাকিরা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/e1259e0a05daf4489d2f86cb251ce3df1674470192010484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নেতাজির জন্মদিনে বিস্ফোরক শুভেন্দু, বেলা বাড়তেই ময়দানে নামলেন মমতা
1/10
![নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হয়েছে বীর সেনাদের নামে। আর এহেন আবহেই নাম না করে দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/e3c4892af70eace46f9fee031a52267e2deff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হয়েছে বীর সেনাদের নামে। আর এহেন আবহেই নাম না করে দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
2/10
![এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম, নেতাজি দিয়েছিলেন, অন্য কেউ দেননি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/36eb058fe432d8fd24c467bf8da28e7250777.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম, নেতাজি দিয়েছিলেন, অন্য কেউ দেননি।'
3/10
!['যোজনা কমিশন তৈরি করেছিলেন নেতাজি, তুলে দেওয়া হয়েছে, দেশে কোনও পরিকল্পনা নেই। দেশের নেতাকে কারও কাছে সার্টিফিকেট নিতে হয় না। অতীতের রাজনীতিতে মাধুর্য ছিল।' বলেন মমতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/8db39b1632d0f66be48613a5a7604248d7224.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'যোজনা কমিশন তৈরি করেছিলেন নেতাজি, তুলে দেওয়া হয়েছে, দেশে কোনও পরিকল্পনা নেই। দেশের নেতাকে কারও কাছে সার্টিফিকেট নিতে হয় না। অতীতের রাজনীতিতে মাধুর্য ছিল।' বলেন মমতা।
4/10
![উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/7de1b55a220976ac068d50e3c1f2856057d9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার।
5/10
!['রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/c07bcf3abe371b22c84275d994ef16c103008.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার।
6/10
![মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যত পারছে এজেন্সি লাগাচ্ছে, গণতন্ত্রে এসবের জায়গা নেই। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে গিয়েছে। দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/f9e9a724a6abf65e2d36a1770474ac9762664.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যত পারছে এজেন্সি লাগাচ্ছে, গণতন্ত্রে এসবের জায়গা নেই। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে গিয়েছে। দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি।'
7/10
!['আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে।' নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/56556b6a492c68433a957cb4fbd1bd3610014.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে।' নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর।
8/10
![এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এবং নীল ও হ্য়াভলককে শহিদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/458f80581581837778f215311ca681b44764b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এবং নীল ও হ্য়াভলককে শহিদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9/10
![এদিন সুজন চক্রবর্তী টুইটে করে বলেন, 'নেতাজিকেও দখলদারির মোদি-দিদির অপচেষ্টা। দেশনায়কের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা এবং দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে না কেন ? নেতাজি সুভাষ ডকের মাথায় কলকাতা পোর্টের শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ হল কেন ? ইতিহাসকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। বিজেপি-তৃণমূলের ছক। ধরে পড়েছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/9214f46bf66dd01dfa6748121ca8426b7e1af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন সুজন চক্রবর্তী টুইটে করে বলেন, 'নেতাজিকেও দখলদারির মোদি-দিদির অপচেষ্টা। দেশনায়কের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা এবং দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে না কেন ? নেতাজি সুভাষ ডকের মাথায় কলকাতা পোর্টের শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ হল কেন ? ইতিহাসকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। বিজেপি-তৃণমূলের ছক। ধরে পড়েছে।'
10/10
![এদিন কুণাল ঘোষ, 'প্রথম কথা নেতাজির কন্যা অনিতা বসু, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, নেতাজির বিশ্বাসের সঙ্গে, আদর্শের সঙ্গে এই আরএসএস এবং আরএসএস ঘরানার যে আইডিওলজি, তার কোনও সম্পর্ক নেই। এবং নেতাজি এদের উপর বিশ্বাসই করতেন না। কোথায় কে কী বলে বেড়াবে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস, এতটাই নেতাজিকে চিরকাল শ্রদ্ধা জানিয়ে এসেছে, যে নেতাজি পরিবারের দুজন বিশিষ্ট মানুষ আমাদের দলের সাংসদ ছিলেন। এবং আমরা বসু পরিবারকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা আমরা জানি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/900e81f776896bc424d54aa7aaa75d244069f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন কুণাল ঘোষ, 'প্রথম কথা নেতাজির কন্যা অনিতা বসু, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, নেতাজির বিশ্বাসের সঙ্গে, আদর্শের সঙ্গে এই আরএসএস এবং আরএসএস ঘরানার যে আইডিওলজি, তার কোনও সম্পর্ক নেই। এবং নেতাজি এদের উপর বিশ্বাসই করতেন না। কোথায় কে কী বলে বেড়াবে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস, এতটাই নেতাজিকে চিরকাল শ্রদ্ধা জানিয়ে এসেছে, যে নেতাজি পরিবারের দুজন বিশিষ্ট মানুষ আমাদের দলের সাংসদ ছিলেন। এবং আমরা বসু পরিবারকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা আমরা জানি।'
Published at : 23 Jan 2023 04:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)