এক্সপ্লোর
Fire Incident: মাস পড়তে না পড়তেই একাধিক অগ্নিকাণ্ড শহরে, ফের ভয়াবহ আগুনের মুখে কলকাতা
Massive Fire near Rabindra Sadan: নতুন বছর পড়তে না পড়তেই একের পর অগ্নিকাণ্ডের মুখোমুখি হচ্ছে এ শহর। ফের রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুনের ঘটনা ঘটল, পরিস্থিতি কোন দিকে, রইল একধিক ছবি।
ফেব্রুয়ারি পড়তে না পড়তেই একাধিক অগ্নিকাণ্ড, ফের ভয়াবহ আগুনের মুখে কলকাতা
1/10

রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন । এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
2/10

ঘন ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন।
3/10

যুদ্ধকালীন প্রস্তুতিতে আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল বাহিনী। যাতে কোনভাবেই ক্ষয়ক্ষতি না বাড়ে, সেদিকে লক্ষ্য রয়েছে দমকল বাহিনীর।
4/10

সপ্তাহ শুরু হতে না হতেই অঘটন, একে অফিসটাইমে তুমুল ব্যস্ততা। তা মধ্যেই সাতসকালেই আগুন ছড়াল এক্সাইড মোড়ে টায়ারের গুদামে।
5/10

আগুন নেভাতে রীতিমত কালঘাম ছুটেছে দমকল বাহিনীর। আতঙ্ক এতটাই বাড়তে থাকে, যে আগুনের হাত থেকে বাঁচতে দুই ব্যক্তি উঠে যান ছাদে, এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলরের।
6/10

যদিও এখনও অবধি কোনও খারাপ খবর এসে পৌঁছয়নি। নতুন বছর পড়তে না পড়তেই এই নিয়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
7/10

হাওড়ার বাগনানে। স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় ১৫-২০টি দোকান। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।
8/10

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি অগ্নিকাণ্ড ঘটে হাওড়াতে। দাসনগর শিল্পাঞ্চলে একটি লোহার গোডাউনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর তিনটে নাগাদ গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।
9/10

গত মাসের শেষেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল শহর কলকাতায়। এসএন ব্যানার্জি রোডে ফুটপাতে খাবারের দোকানে আগুন । রাত সোয়া আটটা নাগাদ আগুন লাগে দোকানে। দমকলের একটি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্না করার সময় কোনওভাবে ফুলকি থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের।
10/10

নতুন বছরের প্রথম মাসেই আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেকের FD ব্লকে। ওই এলাকার ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
Published at : 06 Feb 2023 12:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























