By : ABP Ananda | Updated at : 14 Feb 2023 09:46 PM (IST)
ফাইল ছবি
1/8
নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, আজ কলকাতায় মিছিল করল বামপন্থী দলগুলি। বাজেটের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে, ISF বিধায়ককে আটকে রাখার চেষ্টা হচ্ছে। মন্তব্য করলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়।
2/8
নৌশাদের মুক্তি না মেলা পর্যন্ত জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ISF। অন্যদিকে ভাঙড়ে পাল্টা সভা করে CPM ও ISF-কে একযোগে বিঁধেছেন আরাবুল ইসলামরা।
3/8
২১-এর বিধানসভা ভোটে জোটবদ্ধভাবে লড়েছিল দুই দল। এবার ISF-এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে পথে নামল বামেরা।অন্যদিকে ভাঙড়ে পাল্টা সভা করল তৃণমূল।
4/8
২১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF নেতা-কর্মীরা। যার আঁচ এসে পড়ে কলকাতায়। ISF ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা।
5/8
গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেক ISF নেতা কর্মীকে। বর্তমানে জেল হেফাজতে আছেন নৌশাদ।
6/8
তৃণমূল ও বিজেপি ছাড়া, বিরোধী দলের একমাত্র বিধায়কের মুক্তির দাবিতে, মঙ্গলবার কলকাতায় মিছিল করল বামফ্রন্ট। বাম শরিক, ISF-সহ ১৮টি দলের মিছিল শুরু হয় মৌলালির রামলীলা পার্ক থেকে।
7/8
এদিন বাম-ISF-এর মিছিল শেষ হয় রানি রাসমনি রোড়ে। কাল আদালতে তোলা হবে, ফের হেফাজতে চাইতে পারে পুলিশ, মুক্তি না দিলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ।
8/8
একদিকে যখন কলকাতায় মিছিল করল বাম ও ISF, অন্যদিকে তখন ভাঙড়ে পাল্টা সভা করে ২১ জানুয়ারির অশান্তির ঘটনার পর থেকেই, ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন কলকাতায় মিছিল শুরুর আগে ভাঙড়ে সকাল থেকে নাকা তল্লাশি করে পুলিশ।