এক্সপ্লোর
Mamata Banerjee: পাহাড়ে কল্পতরু মুখ্যমন্ত্রী! কী কী প্রকল্পের কথা বললেন মমতা?
Darjeeling News: জিটিএ-র কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বারবার তাঁর মুখে উঠে এল পাহাড়ের সঙ্গে নতুন করে আত্মীয়তার সম্পর্কের কথা।
নিজস্ব চিত্র
1/10

লোকসভা ভোটের আগে পাহাড়ের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী। কার্শিয়ঙ থেকে জিটিএ-র কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বারবার তাঁর মুখে উঠে এল পাহাড়ের সঙ্গে নতুন করে আত্মীয়তার সম্পর্কের কথা।
2/10

দার্জিলিং ম্যালে মহাত্মা গাঁধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি উন্মোচন করা হয় এদিন। রাজ্য সরকার এবং জিটিএ-এর যৌথ উদ্যোগে করা হয়েছে এটি।
3/10

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দার্জিলিংয়ে ৭৮.৭৮ কোটি টাকার ১১টি প্রকল্প উদ্বোধন করেছেন এদিন। পাশাপাশি ১০২.১ কোটি টাকার ১৪টি প্রকল্পের শিলান্যাস করেছেন।
4/10

কালিম্পংয়ে ৮.৬৭ কোটি টাকার ৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন, ৮১.৯ কোটি টাকার ২৮টি প্রকল্পের শিলান্যাস করেছেন। দার্জিলিং, কালিম্পং- সবগুলি প্রকল্পই পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষায় উন্নয়ন সংক্রান্ত।
5/10

তিস্তার বানের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের পাশে থাকা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রতিটি পরিবারকে ৭০০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে। চা বাগানের প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। চা বাগানের কর্মীদের জমির পাট্টা দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃষ্টির জন্য যে কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাঁদের ফসল বিমার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
6/10

জিটিএর-কাজের জন্য ৭৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
7/10

এছাড়াও জিটিএ কর্মীদের জন্য একঝাঁক সুবিধার কথাও ঘোষণা করেছেন। death-cum-insurance-এর সুবিধার আওতায় আনা হচ্ছে তাঁদের। অবসরের পরে তাঁরা ২০ লক্ষ টাকার গ্র্যাচুইটি পাবেন। পাশাপাশি, ১০ মাসের লিভ এনক্যাশমেন্টের সুবিধাও পাবেন।
8/10

পাহাড়ের জন্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৪৬টি আপার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে ৫৯০টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও জেলা স্কুল বোর্ডের মাধ্যমেও নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
9/10

চা সুন্দরী প্রকল্প নিয়েও ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে ৩ লক্ষ বাগান শ্রমিককে জমির পাট্টা বা পাকা বাড়ি দেওয়া হবে।
10/10

ডিসেম্বরে ১৫ থেকে ৩১ পর্যন্ত দুয়ারে সরকার শিবির বসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীকে সেই শিবিরে এসে সমস্য়া সমাধান করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published at : 08 Dec 2023 10:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























