এক্সপ্লোর
Ratna On Sovan : 'ফিরে হয়ত আমার কাছে আসবেন', শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় ঘরে ফেরার স্বপ্ন দেখছেন রত্না
Ratna Chatterjee Exclusive : শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্যাবর্তন হলে স্বাগত জানাবেন রত্না?

বৈশাখী, শোভন, রত্না (ছবি : ফেসবুক )
1/7

বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের এই মজলিশি আড্ডা ঘিরে বঙ্গ রাজনীতিতে উঠেছে নতুন প্রশ্ন। তবে কি চব্বিশের ভোটের আগে ঘাস-ফুল শিবিরের হয়ে নতুন উদ্যমে কাজে নামবেন শোভন?
2/7

তিনি আরও বলেন,' দলের জন্য ভাবেননি, অন্য দলে চলে গিয়েছিলেন। সেই দলেও ঠিকঠাক করে, যেটা ভেবে গিয়েছিলেন সেটা ফুলফিল হয়নি বলে... এ ঘর থেকে ওঘর, ওঘর থেকে সে ঘর...'
3/7

রত্না বলেন, উনি তো বরাবরই রাজনীতিতে ছিলেন। আমাদের বিয়ে হয়েছিল, যখন উনি কাউন্সিলর। মাঝখানে শোভনবাবুর একটা বিচ্যুতি ঘটল। তিনিও সরে গেলেন পলিটিক্স থেকে।
4/7

বেশ কয়েকবার শোভন-বৈশাখীর সঙ্গে রত্নার আক্রমণ পাল্টা আক্রমণের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। ঘরের কথা বারবার এসেছে প্রকাশ্যে, চলেছে কাদা ছোড়াছুড়ি।
5/7

বর্তমানে রত্না চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের। শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় ঘরে ফেরার স্বপ্ন দেখছেন রত্না।
6/7

'যেমন ধরুন বাস্তব জীবনেও...আমায় ছেড়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন,আবার বৈশাখী বন্দ্য়োপাধ্যায়ের থেকে ফিরে হয়ত আমার কাছে আসবেন।' বললেন রত্নার
7/7

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যে কি বদলাবে ঘরোয়া সমীকরণও?
Published at : 06 Jan 2024 10:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
