এক্সপ্লোর
Ratna On Sovan : 'ফিরে হয়ত আমার কাছে আসবেন', শোভনের তৃণমূলে ফেরার জল্পনায় ঘরে ফেরার স্বপ্ন দেখছেন রত্না
Ratna Chatterjee Exclusive : শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্যাবর্তন হলে স্বাগত জানাবেন রত্না?
বৈশাখী, শোভন, রত্না (ছবি : ফেসবুক )
1/7

বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের এই মজলিশি আড্ডা ঘিরে বঙ্গ রাজনীতিতে উঠেছে নতুন প্রশ্ন। তবে কি চব্বিশের ভোটের আগে ঘাস-ফুল শিবিরের হয়ে নতুন উদ্যমে কাজে নামবেন শোভন?
2/7

তিনি আরও বলেন,' দলের জন্য ভাবেননি, অন্য দলে চলে গিয়েছিলেন। সেই দলেও ঠিকঠাক করে, যেটা ভেবে গিয়েছিলেন সেটা ফুলফিল হয়নি বলে... এ ঘর থেকে ওঘর, ওঘর থেকে সে ঘর...'
Published at : 06 Jan 2024 10:04 AM (IST)
আরও দেখুন



















