এক্সপ্লোর
নাইট ডিউটি সেরে RG Kar-এর যে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে 'খুন' হলেন 'নির্যাতিতা', কোথা থেকে উদ্ধার দেহ ?
RG Kar Medical Doctors Death Mystery: নাইট ডিউটি সেরে RG Kar-এর যে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে 'খুন' হলেন 'নির্যাতিতা' ,কোথা থেকে উদ্ধার দেহ ?
RG Kar
1/9

লালবাজার সূত্রে খবর, 'আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে', মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ।
2/9

সূত্রে খবর,নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে। চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন মিলেছে।
3/9

'মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত। ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন, সূত্র মারফত খবর।
4/9

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় এবার কর্মবিরতিতে নামল ডাক্তাররা। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে এদিন সকালে দেহ উদ্ধার হয়েছে।
5/9

সূত্র মারফত খবর, আততায়ী চিকিৎসকের পরিচিত, প্রাথমিক অনুমান পুলিশের । 'রাত ২টোয় ডিনার করেন চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে', রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল? কীভাবে মৃত্যু? এখনও ধোঁয়াশা ।
6/9

পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন, অভিযোগ চিকিৎসকদের একাংশের। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ।
7/9

মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু? তদন্তে হাসপাতালের ১১ সদস্যের কমিটি।
8/9

হাসপাতালে রহস্যমৃত্যু, প্রতিবাদে চিকিৎসকদের একাংশের কর্মবিরতি। মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
9/9

খবর পেয়েই হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব। রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
Published at : 09 Aug 2024 10:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















