এক্সপ্লোর
Kalimpong Snowfall : দেখুন কীভাবে বরফের চাদরে ঢেকেছে কালিম্পং
বরফের চাদরে ঢেকেছে কালিম্পং
1/9

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে জমাটি ঠান্ডায় আনন্দ চেটেপুটে নিচ্ছেন পর্যটকরা
2/9

এরই মধ্যে বছরের প্রথম তুষারপাত দেখল বাংলা। রিশপের সবুজ পাহাড় হল তুষারশুভ্র। কনকনিয়ে ঠান্ডা নামল।
3/9

বুধবার বিকেল হতে না হতেই ফুলে ঢাকা পাহাড়ে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝরল তুষার। পিচের রাস্তা ঢাকল সাদা চাদরে। সাদার মধ্যে জেগে রইল হলুদ ফুল।
4/9

পাহাড়ের অলিগলি ঢাকল বরফে। আনন্দে আত্মহারা পর্যটকরা। স্থানীয়দের মধ্যেও প্রথম তুষারপাতের আমেজ।
5/9

সামনেই ক্রিসমাস। পর্যটনের অন্যতম সুসময়। তার আগেই এমন তুষারপাতে খুশি পর্যটকরা। খুশির হাওয়া রিশপে।
6/9

জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বিকেলে গাছ থেকে হোটেলের ছাদ ভরে যায় তুষারে। বরফ পড়ার পরই সবাই মিলে খেলতে শুরু করেন তুষারের গোলা নিয়ে।
7/9

মোটা বরফের চাদরে ঢাকা পড়ে যায় রাস্তা। স্থানীয়দের আশা, বছর শেষের বেলায় শীতের আনন্দ উপভোগ করতে মানুষ আরও বেশি করে রিশপে আসবেন।
8/9

কালিম্পং-এর রিশপ পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয় সূত্রে খবর, এখানকার হোটেল ও হোম স্টে-গুলিতে মেনে চলা হচ্ছে কোভিড বিধি।
9/9

করোনাবিধি মেনেই পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছে হোটেলগুলি। তাই ওমিক্রনের দাপটের মধ্যেও নিশ্চিন্তে ভ্রমণে পর্যটকরা।
Published at : 23 Dec 2021 09:38 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























