এক্সপ্লোর
SSC Examination: কাল নবম-দশম শ্রেণির জন্য SSC পরীক্ষা, কী কী গাইডলাইন না মানলেই বাতিল খাতা? কী জানাল কমিশন?
SSC Exam: 'নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল উত্তরপত্র'
ছবি- এআই নির্মিত
1/7

দীর্ঘ ৯ বছর পর আবার সেই ছাত্রের আসনে যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। রবিবার, নবম-দশম শ্রেণির জন ফের 'যোগ্যতা প্রমাণের' পরীক্ষায় বসতে চলেছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। রাজ্যের ৬৩৬ টি কেন্দ্রে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা।
2/7

স্বচ্ছতার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটা পরীক্ষাকেন্দ্রে, রাখা হয়েছে ঢালাও নিরাপত্তা। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেছে একগুচ্ছ নির্দেশিকা। যেমন, রবিবার সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। দেড় ঘণ্টা চলবে।
Published at : 06 Sep 2025 06:46 PM (IST)
আরও দেখুন






















