এক্সপ্লোর
Hooghly Violence: 'বারবার কেন অশান্তি ?' রিষড়াকাণ্ডে দিলীপ-শুভেন্দুদের নিশানায় 'তৃণমূলনেত্রী'
Dilip Suvendu Kunal on Hooghly Rishra Violence: রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার পর হুগলি। রিষড়াকাণ্ডে বিরোধীদের নিশানার মুখে তৃণমূলনেত্রী
'বারবার কেন অশান্তি ?' রিষড়াকাণ্ডে দিলীপ-শুভেন্দুদের নিশানায় 'তৃণমূলনেত্রী'
1/11

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার পর হুগলি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, কিছুই গেল না বাদ । আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও।
2/11

গতকাল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।
Published at : 03 Apr 2023 08:09 PM (IST)
আরও দেখুন






















