এক্সপ্লোর
West Bengal Weather : মোকার অবস্থানটা এখন ঠিক কোথায় ? বঙ্গের আকাশে আশঙ্কার মেঘ ?
আবহবিদরা বলছেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা।
West Bengal Weather : মোকার অবস্থানটা এখন ঠিক কোথায় ? বঙ্গের আকাশে আশঙ্কার মেঘ ?
1/8

অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। এই ঝড় কি ফের ফের তছনছ করবে বঙ্গের উপকূল ?
2/8

আবহবিদরা বলছেন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। অনুমান ঠিকঠাক হলে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে।
Published at : 12 May 2023 02:53 PM (IST)
আরও দেখুন






















