এক্সপ্লোর
Bachchan Pandey Promotions: মুক্তির আগে জমজমাট 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/4af0e448bb789566c29f159b8607bfbf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বচ্চন পাণ্ডে
1/10
![আগামী ১৮ মার্চ মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'বচ্চন পাণ্ডে'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সি, জ্যাকলিন ফার্নান্ডেজকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/9b81ee590d27c91277ce8f36280285e338c8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী ১৮ মার্চ মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'বচ্চন পাণ্ডে'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সি, জ্যাকলিন ফার্নান্ডেজকে।
2/10
!['বচ্চন পাণ্ডে' মুক্তি পাওয়ার আগে থেকে মুম্বই জুড়ে নানা জায়গায় প্রোমোশন করছেন অভিনেতারা। কখনও জুহুতে কখনও আবার অন্য কোনও জায়গায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/1d7b6a1b2b825ea714feb7898fad6f471360b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'বচ্চন পাণ্ডে' মুক্তি পাওয়ার আগে থেকে মুম্বই জুড়ে নানা জায়গায় প্রোমোশন করছেন অভিনেতারা। কখনও জুহুতে কখনও আবার অন্য কোনও জায়গায়।
3/10
![আজ জুহুতে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে দেখা গেল অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, কৃতী শ্যানন, আরসাদ ওয়ার্সিকে। চার তারকার পোশাকও ছিল নজরকাড়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/fc9e624f188aec38d71096487227d9e578845.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জুহুতে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে দেখা গেল অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, কৃতী শ্যানন, আরসাদ ওয়ার্সিকে। চার তারকার পোশাকও ছিল নজরকাড়া।
4/10
![২০০৬ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ছবি 'আ ডার্টি কার্নিভ্যাল'-এর থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতের ছবি 'জিগরথান্ডা' তৈরি হয়। আর এই ছবিরই হিন্দি রিমেক 'বচ্চন পাণ্ডে'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/6dfe8354f0f8d8d2fe2fde10612516367a376.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৬ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ছবি 'আ ডার্টি কার্নিভ্যাল'-এর থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতের ছবি 'জিগরথান্ডা' তৈরি হয়। আর এই ছবিরই হিন্দি রিমেক 'বচ্চন পাণ্ডে'।
5/10
![বেশ কিছুদিন আগেই 'বচ্চন পাণ্ডে' ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। গতবছর জুলাই মাসে এই ছবির শ্যুটিং শেষ হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/7d108db512f6a6a929cd0d0ad3b593e85284a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশ কিছুদিন আগেই 'বচ্চন পাণ্ডে' ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। গতবছর জুলাই মাসে এই ছবির শ্যুটিং শেষ হয়।
6/10
![ইতিমধ্যেই 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার এবং গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। যা রীতিমতো ঝড় তুলেছে। ছবিতে অক্ষয় কুমারের লুকও নজর কেড়েছে নেট নাগরিকদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/c76bb167b227b46d2cb4a22809ddfd5c72fef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যেই 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার এবং গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। যা রীতিমতো ঝড় তুলেছে। ছবিতে অক্ষয় কুমারের লুকও নজর কেড়েছে নেট নাগরিকদের।
7/10
!['বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনের সময় জ্যাকলিন ফার্নান্ডেজকে বারবারই শাড়িতে দেখা গিয়েছে। যেখানে কৃতী শ্যাননের পরনে ওয়েস্টার্ন আউটফিট। আর চিরাচরিত স্টাইলে হাজির হয়েছেন অক্ষয় কুমার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/4f8490bbdddf6ca2cd95779057e7796d5dd73.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনের সময় জ্যাকলিন ফার্নান্ডেজকে বারবারই শাড়িতে দেখা গিয়েছে। যেখানে কৃতী শ্যাননের পরনে ওয়েস্টার্ন আউটফিট। আর চিরাচরিত স্টাইলে হাজির হয়েছেন অক্ষয় কুমার।
8/10
![ছবি মুক্তির আগেই দর্শকের উত্তেজনা টের পাওয়া যায় প্রোমোশনের সময়। বিভিন্ন জায়গায় সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় উত্তেজিত অনুরাগীরা ভিড় জমান একবার চোখের সামনে প্রিয় তারকাদের দেখার জন্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/4cf6bbd0622ddb1f84d8ad519cbe0a805b7d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি মুক্তির আগেই দর্শকের উত্তেজনা টের পাওয়া যায় প্রোমোশনের সময়। বিভিন্ন জায়গায় সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় উত্তেজিত অনুরাগীরা ভিড় জমান একবার চোখের সামনে প্রিয় তারকাদের দেখার জন্য।
9/10
![প্রসঙ্গত, সম্প্রতি 'কপিল শর্মা শো'-এ এসে 'বেওয়াফা গান চ্যালেঞ্জ'-এর কথা বলেন অক্ষয় কুমার। জানান, যাঁদের জীবনে কখনও না কখনও, কোনও 'বেওয়াফা' এসেছে, তাঁরা রিল তৈরি করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/b03bffd09032838a5ede8ca054f80880bcd4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রসঙ্গত, সম্প্রতি 'কপিল শর্মা শো'-এ এসে 'বেওয়াফা গান চ্যালেঞ্জ'-এর কথা বলেন অক্ষয় কুমার। জানান, যাঁদের জীবনে কখনও না কখনও, কোনও 'বেওয়াফা' এসেছে, তাঁরা রিল তৈরি করুন।
10/10
![পরিচালক ফারহাদ সামজির ছবি 'বচ্চন পাণ্ডে' নিয়ে আশাবাদী নেট নাগরিকরাও। এই ছবি বক্স অফিসে ভালো প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/7f6635efcd293a86db7a923b2b6070f5b7783.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিচালক ফারহাদ সামজির ছবি 'বচ্চন পাণ্ডে' নিয়ে আশাবাদী নেট নাগরিকরাও। এই ছবি বক্স অফিসে ভালো প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা।
Published at : 10 Mar 2022 07:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)