এক্সপ্লোর
Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে তারকাদের মেলা, নজরে সেরা ফ্রেমগুলি
Anant-Radhika Pre Wedding: নজর কাড়লেন ভারতের কোন কোন তারকা? ১০ সেরা ফ্রেম খুঁজল এবিপি লাইভ

১০ সেরা ফ্রেম খুঁজল এবিপি লাইভ
1/10

অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের হাট। বলিউড থেকে শুরু করে হলিউড, দেশ থেকে বিদেশ... হাজির হলেন গোটা পৃথিবীর নামিদামি তারকারাই। তার মধ্যেই, নজর কাড়লেন ভারতের কোন কোন তারকা? ১০ সেরা ফ্রেম খুঁজল এবিপি লাইভ (ABP Live)।
2/10

অম্বানিদের অনুষ্ঠান মানেই তো সেখানে নাচ-গানের জমাটি আয়োজন। স্বামী আনন্দ পরিমলের সঙ্গে নাচ ইশা অম্বানির। নজর কাড়ছে দুজনের রসায়ন।
3/10

'পেয়ার হুয়া ইকরার হুয়া' গানে নাচ মুকেশ অম্বানি ও নীতা অম্বানির। দম্পতির এই রসায়ন বিশেষভাবে প্রশংসিত হল।
4/10

সপরিবারে কিং খান। মেয়ে সুহানা খান, পুত্র আব্রাম ও স্ত্রী গৌরীকে নিয়ে হাজির থাকলে শাহরুখ খান। মঞ্চে জমিয়ে করলেন নাচও।
5/10

তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। রণবীর সিংহের হাত ধরেই, জামনগরে অম্বানিদের অনুষ্ঠানে হাজির হলেন দীপিকা পাড়ুকোন। যোগ দিলেন নাচগানেও।
6/10

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি জেনেলিয়া ডি'সুজা ও রীতেশ দেশমুখও হাজির হয়েছিলেন গুজরাতের জামনগরে অম্বানিদের পার্টিতে। হাতে হাত রেখেই।
7/10

অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে অম্বানিদের পার্টিতে এলেন সচিন তেন্ডুলকর। দুজনেই পরেছিলেন কালো পোশাক।
8/10

স্টাইল আইকন তিন নায়িকা। শাড়ি থেকে গাউন.. দ্যুতিতে যেন একে অপরকে টেক্কা দিচ্ছেন সোনম কপূর, করিনা কপূর ও আলিয়া ভট্ট।
9/10

তাঁদের প্রেমের চর্চা এখন বলিউড জুড়ে। অম্বানিদের অনুষ্ঠানে একইসঙ্গে দেখা গেল আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডেকে। সঙ্গী হলেন রণবীর কপূরও।
10/10

'বিগ বি' অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনে ব্যস্ত মুকেশ অম্বানি। অনুষ্ঠানে হাজির ছিল পুরো বচ্চন পরিবারই।
Published at : 03 Mar 2024 11:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
