এক্সপ্লোর
Jagaddhatri Serial: অপরাধের অন্ধকার সরিয়ে সমাজকে আলো দেখাতে জগদ্ধাত্রীর সঙ্গে হাত মেলালেন অনিমেষ দত্ত
Saswata Chatterjee: আজই মুক্তি পেয়েছে শাশ্বত চট্টোপাধ্য়ায় অভিনীত 'আবার প্রলয়'।

অপরাধের অন্ধকার সরিয়ে সমাজকে আলো দেখাতে জগদ্ধাত্রীর সঙ্গে হাত মেলালেন অনিমেষ দত্ত
1/9

তার আগে সিরিজের প্রচারে অভিনব পন্থা নিল ছবির টিম। ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র সেটে হঠাৎই দেখা মিলল অনিমেষ দত্তর।
2/9

জানা যাচ্ছে, সমুদ্র সৈকতে গিয়ে দুষ্কৃতীদের হতে হয় জগদ্ধাত্রীকে। আর তখনই তাকে বিপদ থেকে উদ্ধার করতে হাজির হন শাশ্বত।
3/9

সমাজ থেকে অপরাধের অন্ধকার সরাতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত। আর তাই দুষ্কৃতীদের মারধর করতেও দেখা যায় তাঁকে।
4/9

কম যান না জগদ্ধাত্রীও। প্রতিবারের এত এবারও দুষ্কৃতী দমনে সিদ্ধহস্ত তিনি।
5/9

প্রসঙ্গত, 'আবার প্রলয়' সিরিজে শাশ্বত ছাড়াও রয়েছেন দেবাশীষ মণ্ডল, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর মত অভিনেতাদের।
6/9

রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরত ফারিহা, সোহিনী সেনগুপ্ত, জুন মাল্যর মত অভিনেতারা।
7/9

বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
8/9

জি ফাইভে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজটি।
9/9

র্শকের এই সিরিজ কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 11 Aug 2023 02:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
