এক্সপ্লোর
Advertisement

Bollywood: বলিউডে অভিষেক শাহরুখের সিনেমায়, একজন তো অনুষ্কাকে বলেছিলেন-'তুমি সুন্দরী নও'

anushka_1
1/6

অনুষ্কা শর্মাকে এখন কে আর না জানেন। নিজের পরিশ্রম, অভিনয় ও কাজের দৌলতে স্বতন্ত্র পরিচয় তৈরি করে নিয়েছেন তিনি। রব নে বনা দে জোড়ি-র মাধ্যমে বলিউডের রূপোলি পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাহরুখ খান। (ছবি সোশ্যাল মিডিয়া)
2/6

এই সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন তিনি। ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমাতেই গতি পেয়েছিল তাঁর কেরিয়ার। কিন্তু এই সিনেমার মুক্তির আগে একজন তাঁকে বলে দিয়েছিলেন যে- তুমি কিন্তু খুব বেশি সুন্দর নয়। (ছবি-সোশ্যাল মিডিয়া)
3/6

ওই ব্যক্তি হলেন আদিত্য চোপড়া। তিনি ছিলেন অনুষ্কার প্রথম সিনেমার নির্দেশক। এই সিনেমার জন্য চুক্তিতে সই করে খুবই উচ্ছ্বসিত ছিলেন অনুষ্কা। এরপর আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করতে তাঁর অফিসে গিয়েছিলেন অনুষ্কা। তখনই আদিত্য তাঁকে বলেছিলেন যে, তিনি খুব একটা সুন্দর নয়। তাই প্রচুর পরিশ্রম করতে হবে। (ছবি-সোশ্যাল মিডিয়া)
4/6

এই ঘটনার কথা বেশ কয়েক বছর পর কফি উইথ কর্ণ অনুষ্ঠানে জানিয়েছিলেন অনুষ্কা। পরিশ্রম করতে অনুষ্কা কখনও পিছপা হননি। কিন্তু ভাগ্যও তাঁর পাশে ছিল। কথায়, আছে, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। শাহরুখের সঙ্গে রব নে বনা দে জোড়ির পর তাঁকে ব্যান্ড বাজা বারাত-এ দেখা গিয়েছিল। আর এই সিনেমায় কেরিয়ারের অন্যতম সেরা চরিত্রে অভিনয় করেন তিনি। (ছবি-সোশ্যাল মিডিয়া)
5/6

কেরিয়ারে এখনও পর্যন্ত অনুষ্কা শর্মা এনএইচ ১০, ফিলৌরি, পিকে, অ্যায় দিল হ্যায় মুশকিল, দিল ধড়কন-এর মতো সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
6/6

শেষবার অনুষ্কাকে ২০১৮-তে শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমায় দেখা গিয়েছিল। এরপর আর কোনও সিনেমায় দেখা যায়নি তাঁকে। আপাতত তিনি প্রযোজক হিসেবে পাতাললোক-এর মতো ওয়েব সিরিজের জন্য প্রশংসিত হয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
Published at : 01 May 2021 12:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
