এক্সপ্লোর
Sonu Sood Pics: শুধু জিভ ব্যবহার করে সোনু সুদের ছবি আঁকলেন অনুরাগী, আপ্লুত অভিনেতাও

সোনু সুদ
1/10

জন্মদিনে সারপ্রাইজ। সোনু সুদের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়। শুক্রবার, ৩০ জুলাই, ৪৮ বছরে পা দিলেন অভিনেতা। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের কাছে 'মসিহা' হয়ে দেখা দেন পর্দার খলনায়ক।
2/10

সেখানেই ক্যামেরায় ধরা পড়ল এক অনুরাগীর আজব কীর্তি। জিভ দিয়ে পছন্দের তারকার ছবি আঁকলেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি।
3/10

প্রিয় তারকার জন্য জন্মদিনের কেক আনতেও ভোলেননি তাঁরা। দু'খানা কাস্টোমাইজড কেক কেটে অনুরাগীদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা যায় সোনুকে।
4/10

ফুলের বড়সড় তোড়া হাতে ফ্রেমবন্দি হলেন অভিনেতা।
5/10

তাঁর বাড়ির সামনে ভিড় জমান অজস্র অনুরাগী। কারও হাতে ফ্রেমবন্দি ছবি তো কারও হাতে বিশাল পোস্টারে সোনু সুদ। প্রিয় অভিনেতার এক ঝলক দেখার পাওয়ার উদগ্রীব ফ্যানেরা অপেক্ষায় ছিলেন।
6/10

সোনু সুদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো। উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় তাঁর প্রশংসামূলক কাজকে।
7/10

তবে অনুরাগীদের ভিড়ে শিকেয় ওঠে কোভিডের ৬ ফুটের দূরত্ববিধি। অনেককেই করোনাবিধি ভেঙে ছবি তুলতে দেখা যায়। কোভিডবিধির তোয়াক্কা না করেই তাঁরা মেতে ওঠেন জন্মদিন উদযাপনে। ভাইরাল হয়েছে সেই ছবিও।
8/10

মহারাষ্ট্রে কোভিড বিধি খানিক শিথিল হলেও, দেশে করোনার দাপট কমেনি একেবারেই।
9/10

উৎসাহিত অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলতেও দেখা যায় সোনু সুদকে।
10/10

সোনু সুদকে এরপর অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে 'পৃথ্বীরাজ' ছবিতে।
Published at : 31 Jul 2021 09:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
