এক্সপ্লোর
Chitrashi Rawat Wedding: জাতীয় স্তরের হকি খেলোয়াড়, ছাদনাতলায় বসছেন শাহরুখের একদা ‘ছাত্রী’
Bollywood Updates: হকি খেলতেন একেবারে ছোট বয়স থেকে। বড়পর্দায় প্রথম বার অভিনয় করেন শাহরুখ খানের সঙ্গে। এ বার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী।
বিয়ে করছেন চিত্রাশী রাওয়ত।
1/10

ছোট্ট বয়স থেকে হকি খেলেছেন চুটিয়ে। খেলাকেই কেরিয়ার করতে চেয়েছিলেন। কিন্তু কৈশোরেই পাল্টে যায় চারপাশ। পাহাড়ি মেসে পড়েন মায়ানগরীর ঝাঁ চকচকে জীবনে। তবে তাতে চোখ ধাঁধিয়ে যায়নি মোটেই। অভিনয়, খেলা পাশাপাশি চালিয়ে গিয়েছেন। এ বার বিয়ে করছেন চিত্রাশী রাওয়ত।
2/10

বড়পর্দায় প্রথম সুযোগ পান একেবারে যশরাজ প্রযোজনা সংস্থায়। যে সে নন, একেবারে শাহরুখ খানের সঙ্গেই প্রথম কাজ। ‘চক দে ইন্ডিয়া’র কোমল চৌটালাকে আজও মনে রেখেছেন দর্শক।
3/10

ছবিতে টমবয় হিসেবে দেখানো হয়েছিল চিত্রাশীকে। একটুতেই মেজাজ হারানো, যা মুখে আসে বলে দেওয়ায় অভ্যস্ত ছিল তাঁর চরিত্র। ব্যক্তিগত জীবনে খুব একটা আলাদা নন চিত্রাশী।
4/10

বরাবর অকপট তিনি। নিজের জীবন নিয়েও খোলামেলা। তাই বিয়ে নিয়েও লুকোলেন না কিছু। জানালেন, অভিনেতা ধ্রুবাদিত্য ভাগওয়ানানিকে বিয়ে করছেন শীঘ্রই।
5/10

image 2
6/10

চিত্রাশী যদিও অনুষ্ঠান করে বিয়ের ঘোর বিরোধী ছিলেন। ধ্রুবাদিত্য এবং তিনি, দু’জনেই কোর্ট ম্যারেজ করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের চাপেই নাকি ধূমধাম করে বিয়েতে রাজি হয়েছেন তাঁরা!
7/10

ডিসেম্বরেই বিয়ে ঠিক হয়ে যায় বলে জানিয়েছেন চিত্রাশী। দুই পরিবারের লোকজনই উপস্থিত থাকবেন। মধুচন্দ্রিমায় যাচ্ছেন অবশ্যই। তবে কোথায় যাবেন, এখনও নাকি ঠিক হয়নি!
8/10

চিত্রাশী জানিয়েছেন, গত ১১ বছর ধরে প্রেম করছিলেন তিনি ও ধ্রুবাদিত্য। ‘প্রেম মাঈ’ ছবির সেটে আলাপ দু’জনের। বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা, তার পর বিয়ে। তবে এতদিন প্রেমের পর বিয়ে করতে চললেও, কেউ কখনও কাউকে প্রোপোজ করেননি বলে জানিয়েছেন চিত্রাশী।
9/10

ধ্রুবাদিত্যর সঙ্গে তাঁর কোনও মিল নেই বলে জানিয়েছেন চিত্রাশী। তবে বিপরীত চরিত্রই তাঁদের পরস্পরের প্রতি আকর্ষিত করে তোলে বলে জানান তিনি।
10/10

জাতীয় স্তরের হকি খেলোয়াড় চিত্রাশী। একাধিক ছবিতেও অভিনয় করেছেন। ধ্রুবাদিত্যও একাধিক ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।
Published at : 02 Feb 2023 12:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























