এক্সপ্লোর
Chiranjeevi: কলকাতায় 'ভোলা শঙ্কর' ছবির শ্যুটিং সারতে হাজির দক্ষিণী তারকা চিরঞ্জিবী
Chiranjeevi In Kolkata: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তায় সার দিয়ে দাঁড় করানো একাধিক ট্যাক্সি। তারই মাঝে ট্যাক্সি চালকের পোশাক পরে হেঁটে চলেছেন চিরঞ্জিবী। মুখে সেই চেনা হাসি।
চিরঞ্জিবী
1/9

অ্যাকশনের মেজাজে কলকাতায় চিরঞ্জিবী। তেলুগু ফিল্ম ভোলা শঙ্করের শ্যুটিংয়ে কলকাতায় এলেন তিনি।
2/9

১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জিবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া।
3/9

মেহের রমেশ পরিচালিত অ্যাকশন ড্রামা 'ভোলা শঙ্কর'-এর শ্যুটিংয়ে যোগ দিলেন তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার।
4/9

এই ছবিতে চিরঞ্জিবীর চরিত্রটি একজন প্রাক্তন গ্যাংস্টারের, যিনি এখন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
5/9

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এদিন সকাল থেকে শ্যুটিং শুরু করেন চিরঞ্জিবী।
6/9

১০ মে পর্যন্ত কলকাতার নানা জায়গায় ছবিটির শ্যুটিং চলবে। হাওড়া ফুল বাজারেও হবে শ্যুটিং।
7/9

তমান্না ভাটিয়া এই ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে অভিনয় করছেন।
8/9

তিনিও আজ থেকেই চিরঞ্জিবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন কলকাতায়।
9/9

তমান্না এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ১১ অগাস্ট ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে।
Published at : 04 May 2023 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























