এক্সপ্লোর
Celebrities Update: কেউ ১৬৫ টাকা মাইনের কেরানি, কেউ অধ্যাপক, সিনে-দুনিয়ার আসার আগে চাকরি করতেন এই তারকারা

Celebrities Update
1/8

নিজের ক্যারিশ্মায় দর্শকদের মোহিত করেছিলেন দেব আনন্দ। রূপোলি পর্দায় সাফল্যের আগে তিনি মুম্বইয়ের সেন্সর বোর্ডে ক্লার্ক হিসেবে কাজ করছেন। এই সরকারি চাকরিতে তাঁর মাইনে ছিল ১৬৫ টাকা।
2/8

বলিউডের সুপারস্টার রাজকুমার সিনেমায় আসার আগে পুলিশে চাকরি করতেন। তিনি মহারাষ্ট্র পুলিশে চাকরি করতেন।
3/8

জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনেতা হওয়ার আগে বাসের কন্ডাক্টর ছিলেন। এই সরকারি চাকরি ছেড়ে সিনেমা জগতে এসেছিলেন তিনি।
4/8

দুর্দান্ত অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা অমরীশ পুরী। তার আগে তিনি ছিলেন বীমা নিগমের ক্লার্ক।
5/8

জনি ওয়াকার অভিনয় জগতে আসার আগে মুম্বইয়ে বাস কন্ডাক্টর ছিলেন। নিজের প্রতিভার জেরে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি।
6/8

বলরাজ সাহনি ছিলেন কলেজের অধ্যাপক। চাকরি ছেড়ে অভিনয় দুনিয়ায় এসে ইন্ড্রাস্ট্রিতে জমি শক্ত করেছিলেন।
7/8

সাদাসিধে অভিনয়, পাশের বাড়ির ছেলের ইমেজ নিয়ে বলিউডে জনপ্রিয় অমল পালেকর। অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক।
8/8

শিবাজী সাটমও অভিনয় জগতে আসার আগে সরকারি চাকরি করতেন। এক ব্যাঙ্কে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন তিনি।
Published at : 20 Jan 2022 12:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
