বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তাঁর কেরিয়ারে বেশ কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরের গোড়াতেই তাঁর বিয়ে হয়েছে। এই বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। প্রকৃতি প্রেমী দিয়া সাস্টেনেবল লিভিংয়ের পক্ষে জোরাল সওয়াল করে থাকেন।
2/6
নিজের বিয়ের অনুষ্ঠানও পরিবেশ-বান্ধব রেখেছিলেন তিনি। খেয়াল রেখেছিলেন, কোনও খাবার-দাবার নষ্ট না হয়।অর্থাৎ, কোনও বর্জ্য যাতে না হয়। সেইসঙ্গে খেয়াল রেখেছিলেন, কোনও প্ল্যাস্টিকের ব্যবহার যাতে না হয়।
3/6
অভিনেত্রীর এই অভ্যেসের প্রতিফলন শুধু তাঁর বিয়ের অনুষ্ঠানেই নয় তাঁর দৈনন্দিন জীবনেও দেখা যায়। তাঁর পরিবেশপ্রেমী মনোভাব দেখা যায় তাঁর বাড়িতেও।
4/6
এক সাক্ষাৎকারে দিয়া তাঁর বাড়িকে তো ছোটখাটো জঙ্গলও বলেছিলেন। কেননা, গাছ-গাছালি দিয়ে তিনি তাঁর ব্যালকনি গার্ডেন তৈরি করেছেন।
5/6
দিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁর মুম্বইয়ের এই বাড়ির ছবি ও ভিডিও মাঝেমধ্য়েই শেয়ার করে থাকেন। এই ছবিগুলিতেই সাফ দেখা যায় যে, তাঁর বাড়ি অন্যদের থেকে অনেকটাই আলাদা।
6/6
দিয়া শুরু থেকেই পরিবেশ-বান্ধব জিনিসপত্র ব্যবহার করেছেন। তাঁর বাড়ির মেঝেও কাঠের।অভিনেত্রী দিয়ার এই পরিবেশপ্রেম কারুর অজানা নয়। কিন্তু বাড়িও যে এভাবেই সাজিয়েছেন, তা হয়ত অনেকের কাছেই অজানা। দামী সামগ্রীর পরিবর্তে পরিবেশ-বান্ধব জিনিসপত্র দিয়েও বাড়ি সাজিয়েছেন তিনি।