এক্সপ্লোর
Sonu Sood: বাড়ির নিচে সাহায্যপ্রার্থীদের ভিড়, নিজে এসে সমস্যার কথা শুনলেন সোনু
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/518fa43ba41cf81c827bb9c1910c728a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোনু সুদ
1/11
![তিনি করোনাকালের 'মসিহা'। সোনু সুদ। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/bdc0c15b11281dcf8a691bd6be7b725e80995.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি করোনাকালের 'মসিহা'। সোনু সুদ। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।
2/11
![সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/f1b1b171376d5d51853732dcac4ae23820776.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
3/11
![image 2](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/87c010ea9f0298660d63ec00c265ae105ca22.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
image 2
4/11
![সোনুর লোখণ্ডওয়ালার বাসভবনের সামনে রোজ ভিড় জমান অসংখ্য সাহায্যপ্রার্থী। কাউকেই ফেরান না সোনু। হামেশাই তাঁকে দেখা যায় বাড়ির নিচে নেমে এসে সাহায্যপ্রার্থীদের সঙ্গে কথা বলতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/b82f90b4b87a27c3151b070bf0b336d7ac38e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সোনুর লোখণ্ডওয়ালার বাসভবনের সামনে রোজ ভিড় জমান অসংখ্য সাহায্যপ্রার্থী। কাউকেই ফেরান না সোনু। হামেশাই তাঁকে দেখা যায় বাড়ির নিচে নেমে এসে সাহায্যপ্রার্থীদের সঙ্গে কথা বলতে।
5/11
![আজও নিজের বাড়ির নিচে এসে অনেক সাহায্যপ্রার্থীর সঙ্গে কথা বলেন সোনু। অনেকের চিকিৎসার কাগজপত্র ও রিপোর্টও দেখেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/e1558560745142e3f54ae412b4ffb0741141b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আজও নিজের বাড়ির নিচে এসে অনেক সাহায্যপ্রার্থীর সঙ্গে কথা বলেন সোনু। অনেকের চিকিৎসার কাগজপত্র ও রিপোর্টও দেখেন তিনি।
6/11
![উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। এর আগেও সোনুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল উপস্থিত সাংবাদিকদের শরবত দিচ্ছেন সোনু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/cd054eaf03b25d5b8390f8b234491504bb582.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। এর আগেও সোনুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল উপস্থিত সাংবাদিকদের শরবত দিচ্ছেন সোনু।
7/11
![বাড়ির নিচে নেমে কথা বলার সময়ও সোনুর মুখে ছিল মাস্ক। বজায় রেখেছিলেন দূরত্ববিধি। তবে সকলের সমস্যার কথাই শোনেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/68cd38284efda6046b5ce9990b4ec7f388cbd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বাড়ির নিচে নেমে কথা বলার সময়ও সোনুর মুখে ছিল মাস্ক। বজায় রেখেছিলেন দূরত্ববিধি। তবে সকলের সমস্যার কথাই শোনেন তিনি।
8/11
![গতকালই সোশ্যাল মিডিয়ায় সোনু জানান, হাসপাতালে অক্সিজেন প্ল্য়ান্ট বসাচ্ছেন তিনি। ইতিমধ্যেই দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ফ্রান্স থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনিয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/4cbaf1b6acfc0499a1c4e8733c05648aacffb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকালই সোশ্যাল মিডিয়ায় সোনু জানান, হাসপাতালে অক্সিজেন প্ল্য়ান্ট বসাচ্ছেন তিনি। ইতিমধ্যেই দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ফ্রান্স থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনিয়েছেন তিনি।
9/11
![সোশ্যাল মিডিয়ায় দুটি হাসপাতালের ছবি পোস্ট করে সোনু সুদ জানিয়েছেন, 'আনন্দের সঙ্গে জানাতে চাই কুর্নুল গর্ভমেন্ট হাসপাতাল ও নেল্লোরের আত্মাকুরের একটি জেলা হাসপাতালে অক্সিজেন প্লান্টের প্রথম সেট বসছে। এর পর যে রাজ্যগুলির প্রয়োজন সেরকম বাকি রাজ্যেও অক্সিজেন প্লান্ট বসানো হবে। এই মুহূর্তে কাজ গ্রামীণ ভারতকে সাহায্য করা।' জুন ও জুলাই মাসে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর দায়িত্ব নেবেন তিনি। এই মুহূর্তে সোনুর টিম কাজ চালাচ্ছে বিভিন্ন রাজ্যের হাসপাতালের তালিকা তৈরিতে, যাদের অক্সিজেন প্লান্ট পেলে সত্যিই সুবিধা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/1243fff5d00678a3e43da9845e13a0a3184c5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় দুটি হাসপাতালের ছবি পোস্ট করে সোনু সুদ জানিয়েছেন, 'আনন্দের সঙ্গে জানাতে চাই কুর্নুল গর্ভমেন্ট হাসপাতাল ও নেল্লোরের আত্মাকুরের একটি জেলা হাসপাতালে অক্সিজেন প্লান্টের প্রথম সেট বসছে। এর পর যে রাজ্যগুলির প্রয়োজন সেরকম বাকি রাজ্যেও অক্সিজেন প্লান্ট বসানো হবে। এই মুহূর্তে কাজ গ্রামীণ ভারতকে সাহায্য করা।' জুন ও জুলাই মাসে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর দায়িত্ব নেবেন তিনি। এই মুহূর্তে সোনুর টিম কাজ চালাচ্ছে বিভিন্ন রাজ্যের হাসপাতালের তালিকা তৈরিতে, যাদের অক্সিজেন প্লান্ট পেলে সত্যিই সুবিধা হয়।
10/11
![ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অক্সিজেন প্লান্ট বসানো প্রসঙ্গে সমস্ত সরকারি কাজ সেরে ফেলেছেন সোনু। বলিউড অভিনেতার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিয়ে আপ্লুত কুর্নুল জেলা প্রশাসন। কুর্নুলের জেলাশাসক এস রামসুন্দর রেড্ডি বলেছেন, 'সোনু সুদ যেভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে ওঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যে অক্সিজেন প্লান্টটা তৈরি করা হবে তার সাহায্যে কুর্নুল গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি থাকা ১৫০ থেকে ২০০ কোভিড রোগীর দৈনন্দিন চিকিৎসার বিষয়টা সহজ হবে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/feddf682f3b4e5cfa2a6ce8fa92c24dc2ea44.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অক্সিজেন প্লান্ট বসানো প্রসঙ্গে সমস্ত সরকারি কাজ সেরে ফেলেছেন সোনু। বলিউড অভিনেতার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিয়ে আপ্লুত কুর্নুল জেলা প্রশাসন। কুর্নুলের জেলাশাসক এস রামসুন্দর রেড্ডি বলেছেন, 'সোনু সুদ যেভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে ওঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যে অক্সিজেন প্লান্টটা তৈরি করা হবে তার সাহায্যে কুর্নুল গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি থাকা ১৫০ থেকে ২০০ কোভিড রোগীর দৈনন্দিন চিকিৎসার বিষয়টা সহজ হবে।'
11/11
![করোনার প্রথম ঢেউয়ে ভারতে আছড়ে পড়ার সময় থেকেই অন্য এক সোনু সুদকে চিনেছে গোটা দেশ। লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো হোক, বা খাবার-ওষুধের পৌঁছে দেওয়া, সবেতেই কার্যত মসীহার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। এবারে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ে তখন সোনু নিজেও তাতে প্রভাবিত হয়েছিলেন। কিন্তু করোনা সারিয়ে ওঠার পরই ফের পুরোদমে সবার সাহায্যে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/1376c8fc697a50ba339715e580cc9a818cd20.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনার প্রথম ঢেউয়ে ভারতে আছড়ে পড়ার সময় থেকেই অন্য এক সোনু সুদকে চিনেছে গোটা দেশ। লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো হোক, বা খাবার-ওষুধের পৌঁছে দেওয়া, সবেতেই কার্যত মসীহার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। এবারে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ে তখন সোনু নিজেও তাতে প্রভাবিত হয়েছিলেন। কিন্তু করোনা সারিয়ে ওঠার পরই ফের পুরোদমে সবার সাহায্যে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
Published at : 23 May 2021 09:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
অফবিট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)