এক্সপ্লোর
পার্টিতে তারকা সমাগম, লাল শাড়িতে 'বেঁচে থাকা উদযাপন' করলেন 'জুন আন্টি'
জন্মদিনে উষসী
1/17

লাল শাড়ি আর খোলা চুলে ঝলমল করছেন অভিনেত্রী। পার্টিতে হাজির বন্ধু থেকে শুরু করে তারকারাও। জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তীর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট।
2/17

কলকাতার মেট্রোপলিটন ক্লাবে বসেছিল উষসীর জন্মদিনের পার্টি। হাজির ছিলেন টলিউড ও ছোটপর্দার একাধিক চেনা মুখেরা। হাসিতে, উপহারে ভরে উঠল উষসীর জন্মদিন
3/17

উষসীর ছবি ও বেলুনে সাজানো হয়েছিল অনুষ্ঠানের জায়গাটি। মানানসই লাল আলো ছড়াচ্ছিল খুশির রেশ।
4/17

পার্টিতে উপস্থিত ছিলেন তুহিনা সহ একাধিক অভিনেত্রী। উষসীর গার্লস গ্যাং এর সঙ্গে মজা করার এই ছবিটি বেশ প্রাণবন্ত।
5/17

পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু রজতাভ দত্ত।
6/17

জন্মদিন সোশ্যাল মিডিয়ায় লিখতে গিয়েও আবেগপ্রবণ নায়িকা। তাঁর কথায় উঠে আসে করোনা পরিস্থিতির কথাও।
7/17

সোশ্যাল মিডিয়ায় উষসী লিখেছে, 'করোনা পরিস্থিতির মধ্যেও আমরা বেঁচে আছি সেটা আশীর্বাদ। তবে করোনা আমাদের অনেক প্রিয়জনকে কেড়ে নিয়েছে। সেই ক্ষতটা বড্ড গভীর।'
8/17

উষসীর পার্টিতে আসেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও মনামী ঘোষও। দেবলীনা শুধু উষসীর দীর্ঘদিনের বন্ধু নয়, শ্রীময়ী ধারাবাহিকে অভিনয় করছেন তিনিও।
9/17

শ্রীময়ী ধারাবাহিকের খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন উষসী। 'জুন আন্টি'-র ভূমিকায় জনপ্রিয়তাও লাভ করেছেন তিনি।
10/17

পার্টিতে হাজির উষসীর বন্ধু সোনালিও
11/17

পার্টিতে আয়োজন ছিল নাচ-গানেরও।
12/17

সোশ্যাল মিডিয়ায় উষসী আরও লেখেন, ' এই বছরে আমার জন্মদিনটা খুব স্পেশাল। আমরা বেঁচে থাকাটাকে উপভোগ করতে পারি।'
13/17

উষসী লেখেন, ' আমার সমস্ত বন্ধুকে ধন্যবাদ। সবাই মিলে আমরা জীবনকে উদযাপন করতে জড়ো হয়েছিলাম কাল।আমার জন্মদিন উপলক্ষ মাত্র।'
14/17

অনুষ্ঠানের আয়োজকদের সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানান উষসী।
15/17

কাটা হয় কেক, রজতাভ কেকও খাইয়ে দেন উষসীকে।
16/17

পার্টিতে আসেন চন্দ্রিল ভট্টাচার্য্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায়
17/17

ছবি সৌজন্যে: উষসী চক্রবর্তীর ফেসবুক
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























