সুশান্তকান্ডের পর থেকেই শিরোনামে তিনি। রিয়া চক্রবর্তী। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার দরুণ তাঁর নাম জড়িয়ে গিয়েছিল সুশান্তের মৃত্যুকাণ্ডে। সেই পরিস্থিতি কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া। আপাতত জামিনে মুক্ত তিনি।
2/7
সূত্রের খবর, আপাতত মুম্বই ছেড়ে হায়দরাবাদে থাকছেন অভিনেত্রী। মুম্বইতে কাজ না পাওয়ার দরুণ আপাতত হায়দরাবাদে থাকছেন তিনি।
3/7
সম্প্রতি সঞ্চয়িতা হাতে একটি ছবি পোস্ট করেছিলেন রিয়া। নেটিজেনরা অনেকেই প্রশ্ন করেছিলেন রিয়া বাংলা জানেন কিনা। তবে নেটিজেনদের এই প্রশ্নের কোনও উত্তর দেন নি রিয়া।
4/7
গত বুধবার হনুমান জয়ন্তীর দিন হাতে হনুমান চালিশা নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন রিয়া। প্রার্থনা করেছিলেন, কঠিন সময়ে শক্তি দেওয়ার। করোনা পরিস্থিতির কথাই বলেছিলেন তিনি।
5/7
আগামীদিনে 'চেহরে' ছবিতে দেখা যাবে রিয়াকে। সেই ছবিরে রয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু এটা ছাড়া রিয়ার আর কোনও প্রোজেক্টের কথা সামনে আসেনি।
6/7
অনেকের মতে, সুশান্তকাণ্ডের রেশ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে রিয়ার নতুন কাজ পাওয়া মুশকিল। সেজন্যই শহর বদলাচ্ছেন রিয়া। তবে রিয়া নিজে এই বিষয়ে মুখ খোলেননি।