এক্সপ্লোর
Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ায় কোন বলিউড তারকা কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?

আরিয়ান খান
1/10

আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। পরিচালক সঞ্জয় গুপ্তা প্রতিক্রিয়ায় লেখেন, 'আমি খুবই খুশি যে আরিয়ানের জামিন মঞ্জুর হয়েছে। তার সঙ্গে খুবই খারাপ লাগছে এই সিস্টেমের জন্য। যেখানে এক তরতাজা প্রাণকে জেলের গরাদের মধ্যে ২৫ দিন আটকে রাখা হল কোনও অপরাধ না করার পরও। এই ব্য়বস্থা এখনই বদলানো দরকার। আরিয়ান তোমাকে অনেক শক্ত হতে হবে আর ঈশ্বর তোমার মঙ্গল করুন।'
2/10

সনয়া কপূর আরিয়ান খানের সঙ্গে ছেলেবেলার ছবি পোস্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন।
3/10

গায়ক মিকা সিংহ নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, 'শুভেচ্ছা জানাই আরিয়ান খানকে। অবশেষে জামিন মঞ্জুর হওয়ায় আমি খুবই খুশি। ভাই শাহরুখ খান ঈশ্বরের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয়।'
4/10

বলিউড অভিনেতা মাধবন এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ঈশ্বরকে অনেক ধন্যবাদ। বাবা হিসেবে আমি অনুভব করতে পারছি কতটা স্বস্তি এই খবর। প্রার্থনা করি সবকিছু ভালো আর ইতিবাচক হোক'।
5/10

অভিনেত্রী সোনম কপূর আবার ছোট্ট আরিয়ানের সঙ্গে গৌরীর একটি মিষ্টি ছবি পোস্ট করে লিখেছেন,'অবশেষে'।
6/10

বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় খবরে থাকেন রামগোপাল বর্মা। আরিয়ানের জামিন মঞ্জুরের খবরে তিনি প্রতিক্রিয়ায় ফের প্রশ্ন তুলে দিয়েছেন। লিখেছেন, 'যদি মুকুল রোহতাগীর সওয়াল জবাব আরিয়ানকে জামিন এনে দিতে পারে, এর অর্থ আগের আইনজীবীরা অক্ষম ছিলেন আর তাঁদের জন্য আরিয়ান জেলের গরাদের ভিতর দিন কাটাচ্ছিল?'
7/10

অভিনেতা সোনু সুদ নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, 'সময় যখন বিচার করে, তখন কোনও সাক্ষীর প্রয়োজন হয় না।'
8/10

শাহরুখ খানের সঙ্গে ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণ জোহর।
9/10

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা এদিন শাহরুখ-গৌরীর সঙ্গে তাঁর সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন।
10/10

পরিচালক হনশল মেহতা আবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে কটাক্ষ করে লিখেছেন, 'আমি চাই আজ বিস্ফোরণ করতে।'
Published at : 29 Oct 2021 06:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
