এক্সপ্লোর
Actress Shantipriya: অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা, কোথায় গেলেন সেই শান্তিপ্রিয়া ?
ছবি- অক্ষয় কুমারের সঙ্গে শান্তিপ্রিয়া
1/7

অক্ষয় কুমারের সঙ্গে "সৌগন্ধ" ছবির মাধ্যমে বলিউডে পা। মনে আছে সেই অভিনেত্রী শান্তিপ্রিয়াকে ? শান্তিপ্রিয়ার বড় বড় টানা টানা চোখ ফ্যানদের হৃদয় জয় করে নিয়েছিল। কিন্তু, প্রায় ২৭ বছর ধরে বড় পর্দায় দেখা নেই শান্তিপ্রিয়ার। শেষবার তাঁকে ১৯৯৪ সালে "ইক্কে পে ইক্কা" ছবিতে দেখা গিয়েছিল। এরপর থেকে এই অভিনেত্রী সিনেমার সঙ্গে নিজের দূরত্ব বাড়িয়ে নেন। চলুন জেনে নেওয়া যাক এহেন অভিনেত্রী শান্তিপ্রিয়ার জীবনের কিছু আকর্ষণীয় তথ্য।
2/7

১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে জন্ম এই অভিনেত্রীর। ১৯৮৭ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম তামিল ছবি "এঙ্গা ওরু পাটুকরন" দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। বলিউডে পা রাখার আগে শান্তিপ্রিয়া তামিল, তেলেগু ও কন্নড়ে ২৪-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তামিল ও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় নাম ছিলেন শান্তিপ্রিয়া।
Published at : 16 Jul 2021 04:10 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















