Vicky Kaushal Pics: বলিউডে ডেবিউ করার আগে কী করতেন ভিকি কৌশল?
By : abp ananda | Updated at : 12 Nov 2021 02:03 PM (IST)
ভিকি কৌশল
1/10
বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। 'উরি', 'রাজি', 'সঞ্জু'সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
2/10
এই মুহূর্তে তাঁর সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জোর গুঞ্জন বি টাউনে। শোনা যাচ্ছে রাজস্থানে বলি ডিভা ক্যাটরিনাকে বিয়ে করবেন ভিকি।
3/10
যদিও ক্যাটরিনা কাইফ কিংবা ভিকি কৌশলের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁদের বিয়ে নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।
4/10
সম্প্রতি জানা গিয়েছে বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করার আগে কী করতেন পর্দার 'সর্দার উধম'।
5/10
নিজেই জানিয়েছেন, অভিনয় জীবন শুরু করার আগে ইঞ্জিনিয়ারিং পড়তেন ভিকি কৌশল।
6/10
যদিও দ্বিতীয় বর্ষের পর তিনি অনুভব করেন যে, ৯টা - ৫টা অফিস ডিউটি করা তাঁর পক্ষে সম্ভব নয়।
7/10
এরপরই ইঞ্জনিয়ারিং ছেড়ে অভিনয়ে মন দেন ভিকি।
8/10
একটি সাক্ষাৎকারে ভিকি কৌশল জানিয়েছিলেন যে, তাঁর পরিবারের কেউ কখনও ৯টা - ৫টা অফিস ডিউটি করে টাকা রোজগার করেনি। কিন্তু তাঁর ইঞ্জিনিয়ারিং পড়া পছন্দ করতেন তাঁর বাবা।
9/10
কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ার সময় একদিন একটি কারখানায় তাঁদের নিয়ে গিয়ে দেখানো হচ্ছিল, কীভাবে সংস্থাগুলি কাজ করে এবং কীভাবে কর্মীরা কাজ করেন।
10/10
আর কম্পিউটারের সামনে বসে থাকা অফিস কর্মীদের দেখেই ভিকি কৌশলের মনে হয়, সেই কাজ তিনি করতে পারবেন না।