এক্সপ্লোর
Jaya Ahasan Birthday: কেরিয়ারের শুরুতে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার কথা ভাবেননি জয়া আহসান!
জয়া আহসান
1/10

দুই বাংলার রুপোলি পর্দার দর্শকদের মন জয় করেছেন অনায়াসেই। একদিকে অভিনয়, অন্যদিকে পরিণত সৌন্দর্য্য, টলিউডের নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে জয়া আহসানের নাম। আজ তাঁর জন্মদিন।
2/10

সোশ্যাল মিডিয়ায় বেশ সপ্রতিভ জয়া। নিজের বাড়িতে কাটানো বিভিন্ন মুহূর্ত থেকে শুরু করে পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা সম্পর্কে নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন জয়া। বার বার করোনা সম্পর্কে সচেতনতার কথাও সোশ্যাল মিডিয়ায় বলেন জয়া।
3/10

আজ নায়িকার জন্মদিন। করোনা আবহে বাংলাদেশেই রয়েছেন জয়া। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি দেখে অনেক অনুরাগীরাই জানতে চাইছেন, আবার কবে পর্দায় ফিরছেন জয়া?
4/10

করোনা পরিস্থিতিতে বন্ধ সিনেমাহল। তৈরি হয়েও মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত 'ভূতপরী' সহ একাধিক ছবি। বাংলাদেশ ও কলকাতা, পরিস্থিতি স্বাভাবিক হলে দু জায়গাতেই মুক্তি পাবে জয়ার একাধিক ছবি।
5/10

তবে জানেন কি, বিখ্যাত এই নায়িকা অভিনয়ে আসার কথা ভাবেননি কখনও। জয়ার কথায়, "আমি অভিনয়কে খুঁজিনি, অভিনয়ই আমার খুঁজে নিয়েছে।'
6/10

কেরিয়ারের শুরুতে নাকি অভিনয়ে আসার কথা ভাবেননি জয়া। ক্যামেরার সামনে গিয়েছিলেন একেবারেই তৈরি না হয়ে। কিন্তু কাজ করতে করতে বোঝেন, অভিনয়কে ভালোবেসে ফেলেছেন তিনি। তখনই সেটাকে পেশা হিসাবে নেওয়ার সিদ্ধান্ত নেন।
7/10

জয়ার পরিণত সৌন্দর্য্যই তাঁকে আলাদা করে তুলেছে অনেক অভিনেত্রীর থেকে। একবার টলিউডের এক জনৈক পরিচালক বলেছিলেন, দর্শকরা পরিণত অভিনয় পছন্দ করছেন আজকাল। আর সেইদিক থেকে জয়া অনবদ্য।
8/10

বিসর্জন ছবিতে জয়া ও আবিরের জুটি মুগ্ধ করেছিল টলিউডকে। এরপর বিজয়া, ক্রিসক্রস,এক যে ছিল রাজা, রবিবার থেকে শুরু করে বহু ছবিতেই নিজের জক্ষতার স্বাক্ষর রেখেছেন জয়া।
9/10

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের নায়িকা পরীমণির ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন জয়া। নারীসুরক্ষা নিয়ে কড়া বার্তা দিয়ে পরীমণির পাশেই দাঁড়িয়েছিলেন অভিনেত্রী।
10/10

ছবি সৌজন্যে: জয়া আহসানের প্রোফাইল
Published at : 01 Jul 2021 04:46 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















