এক্সপ্লোর
Unknown Facts about Deepika: ব্যাগে 'সংসার' নিয়ে ঘোরেন, হোটেলে গিয়েই জিনিস সরান, দীপিকার অদ্ভুত সব অভ্যাস
Deepika's Habbits: কোন খাবার দেখেই ভোলেন ডায়েট, স্কিনকেয়ার থেকে শুরু করে অদ্ভুত সব অভ্যাস, জন্মদিনে দীপিকার অজানা জীবনযাপন
কোন খাবার দেখেই ভোলেন ডায়েট, স্কিনকেয়ার থেকে শুরু করে অদ্ভুত সব অভ্যাস, জন্মদিনে দীপিকার অজানা জীবনযাপন
1/10

আজ বলিউডের 'মস্তানি' দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র জন্মদিন। অভিনয় বা সৌন্দর্য্য.. সবেতেই বারে বারে তাক লাগিয়েছেন তিনি, উঠে এসেছেন বলিউডের এক্কেবারে প্রথম সারির নায়িকাদের তালিকায়। জন্মদিনে, দীপিকাকে নিয়ে অনেক আকর্ষণীয় তথ্য থেকে শুরু করে তাঁর সেরা অভিনীত ছবি... সবই এর আগে আপনাদের সামনে তুলে ধরেছে এবিপি লাইভ (ABP Live)। ৩৮ বছরে পা দিলেন অভিনেত্রী। আর এই বছর, তাঁর কাজ বা ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে নয়... এবিপি লাইভ খোঁজার চেষ্টা করল মানুষ দীপিকাকে। অভিনেত্রীর পছন্দ, অপছন্দ, সব অভ্যাসকে।
2/10

দীপিকার দিন শুরু.. সকালটা দীপিকার কাছে নাকি ভীষণ গুরুত্বপূর্ণ সময়। একাধিক সাক্ষাৎকারে এই কথা নিজেই বলেছেন তিনি। প্রত্যেকদিন সকালটা তিনি শুরু করেন ওয়ার্কআউট দিয়েই। যতই শ্যুটিং বা অন্যান্য ব্যস্ততা থাকুক না কেন, দীপিকা বিশ্বাস করেন, বাড়ি থেকে একবার বেরিয়ে গেলেই নিজের জন্য আর সময় পাওয়া যায় না। ফলে সকালটা তিনি কাটান শান্তিতে, নিজের সঙ্গে।
Published at : 05 Jan 2024 06:21 PM (IST)
আরও দেখুন






















