এক্সপ্লোর
January OTT Release: নতুন বছরে বিভিন্ন ওটিটিতে এক ঝাঁক নতুন সিনেমা-সিরিজ, কোনটা দেখবেন?
জানুয়ারিতে ওটিটি মুক্তি
1/7

নতুন বছরে নতুন মাস শুরু। গত বছরের মতো এই বছরেও একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মাসে কোন কোন সিরিজ বা সিনেমায় নজর থাকতে পারে দর্শকদের।
2/7

কৌন বনেগা শিখরবতী: ৭ জানুয়ারি থেকে দেখা যাবে জি ফাইভ অ্যাপে। এই ওয়েব সিরিজে দেখা যাবে নাসিরউদ্দিন শাহ, লারা দত্ত, সোহা আলি খান, কৃত্তিকা কামরা সহ অনেককে।
3/7

ক্যাম্পাস ডাইরিজ: এমএক্স প্লেয়ারকে এই সিরিজ মুক্তি পাবে ৭ জানুয়ারি। মুখ্য চরিত্রে দেখা যাবে হর্ষ বেনিওয়াল, ঋত্বিক শহর, সালোনি পটেল, অভিনব শর্মা, সৃষ্টি গঙ্গোপাধ্যায় প্রমুখকে।
4/7

হিউম্যান: শেফালি শাহ ও কীর্তি কুলহারি অভিনীত সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে। মুক্তি পাবে ১৪ জানুয়ারি।
5/7

গহেরাইয়াঁ: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে অভিনীত প্রেম কাহিনি। সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়, ২৫ জানুয়ারিতে। শকুন বাত্রা পরিচালনা করেছেন এই ছবির।
6/7

ইয়ে কালি কালি আঁখে: নেটফ্লিক্সে ১৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ে দেখা যাবে তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠী, আঁচল সিংহ, সৌরভ শুক্ল, বৃজেন্দ্র কালা ও অরুণোদয় সিংহকে।
7/7

রুদ্র: অজয় দেবগণ অভিনীত 'রুদ্র' দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার। তবে এই 'সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা'র মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
Published at : 03 Jan 2022 10:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























