এক্সপ্লোর
Priyanka Chopra: পোশাকে ছোঁয়া থাকবে ব্যক্তিত্বের, পুরনো শাড়ি দিয়ে তৈরি গাউন বাছলেন প্রিয়ঙ্কা চোপড়া!
Priyanka Chopra in an unique gown: প্রিয়ঙ্কা লিখেছেন, প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল চেয়েছিলেন তিনি পোশাকে। কারণ তিনি মনে করেন, এই ধরনের পোশাক তাঁর ব্যক্তিত্বের সঙ্গে ভাল মানায়।
পোশাকে ছোঁয়া থাকবে ব্যক্তিত্বের, পুরনো শাড়ি দিয়ে তৈরি গাউন বাছলেন প্রিয়ঙ্কা চোপড়া!
1/10

বিয়ের পরে এই প্রথম ভারতে আসছেন নিক জোনাস (Nick Jonas)। আর তাই, অনুষ্ঠান উদযাপনের পাশাপাশি মায়ানগরীর সফরও সেরে ফেলছেন তাঁরা।
2/10

'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর ২ দিনব্যাপী অনুষ্ঠানে এসে মায়ানগরীর টুকরো সফর সেরে ফেললেন দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
3/10

তবে 'দেশি গার্ল' (Desi Girl) মানেই তো ফ্যাশানের শিরোনাম। বারে বারে বিভিন্ন পোশাক পছন্দের ক্ষেত্রে তিনি প্রমাণ করে দেন, কেন তিনি সবার থেকে আলাদা।
4/10

বাদ গেল না 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর অনুষ্ঠানও। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রিয়ঙ্কা ভাগ করে নিলেন নিজের পোশাকের খুঁটিনাটি।
5/10

প্রিয়ঙ্কা লিখেছেন, প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল চেয়েছিলেন তিনি পোশাকে। কারণ তিনি মনে করেন, এই ধরনের পোশাক তাঁর ব্যক্তিত্বের সঙ্গে ভাল মানায়। এই কারণে একটি বিশেষ সংস্থাকে নিজের পোশাকের দায়িত্ব দিয়েছিলেন প্রিয়ঙ্কা। 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এ দ্বিতীয় দিন যে গাউনটি পরেছিলেন, সেটি আসলে একটি শাড়ি দিয়ে তৈরি।
6/10

৬৫ বছর পুরনো একটি বেনারসি পাটোলা শাড়ি দিয়ে করা হয়েছে এই গাউনটি। খাদি সিল্কের ওপর রুপোলি ও সোনালি সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব কলকা। গাউনে তুলে ধরা হয়েছে ইক্কতের ৯ট রঙ।
7/10

গাউনের সঙ্গে মানানসই হীরে ও মুক্তোর গয়না পরেছিলেন প্রিয়ঙ্কা। পিঠ ছাপানো চুলে ছিল সফট কার্ল। পায়ের মানানসই রঙিন পেনসিল হিল জুতোয় নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন প্রিয়ঙ্কা।
8/10

মুখে ন্যুড মেকআপের সঙ্গে গাঢ় বাদামি লিপস্টিকে সেজেছিলেন প্রিয়ঙ্কা। মেয়ে মালতী জীবনে আসার পরে, নতুন অধ্যায় শুরু করার পরে এই প্রথম ভারতে এলেন প্রিয়ঙ্কা।
9/10

মুম্বইয়ের রাস্তায় নিক ও প্রিয়ঙ্কার অটোতে অভিনব ফটোশ্যুটও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
10/10

অন্যদিকে, 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এ এসে কর্ণ জোহরের (Karan Johar)-এর সঙ্গে দীর্ঘদিন পরে এক ফ্রেমে দেখা গেল প্রিয়ঙ্কাকে।
Published at : 03 Apr 2023 02:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























