এক্সপ্লোর
Saif Ali Khan: ক্রিকেটপ্রেমী হলেও, কেন বাবা, দাদুর মতো ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নেননি সেফ আলি খান?
Cricket: সেফের বাবা মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ় জেতে। তাঁর দাদু ইফতিকার আলি খান পতৌদি ইংল্যান্ড ও ভারতের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

ক্রিকেটপ্রেমী সেফ আলি খান (ছবি: পিটিআই)
1/9

আজই লীলাবতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সেফ আলি খান। নিজের বাড়িতেই আক্রান্ত হওয়ার পর থেকেই খবরের শিরোনামে তিনি।
2/9

লীলাবতি হাসপাতালে অস্ত্রোপ্রচার করে তাঁর শরীরে গেঁথে থাকা ভাঙা ছুরি বের করা হয়েছে। বর্তমানে যা খবর, তাতে তিনি দ্রুতই সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছেন।
3/9

বলিউডের প্রথম সারির অভিনেতার বাড়িতে এ হেন আক্রমণে বিস্মিত সকলেই। তবে সেফ অভিনেতা নন, সেফ কিন্তু ক্রিকেটারও হতে পারতেন। শুধু একটা কারণেই পেশা হিসাবে তিনি ক্রিকেটকে বাছেননি।
4/9

পতৌদির নবাব পরিবারের সন্তান সেফের পরিবারের সঙ্গে ক্রিকেটটা ওতপ্রোতভাবে জড়িত।
5/9

সেফের বাবা মনসুর আলি খান পতৌদি ভারতের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই তো ভারত বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ় জেতে।
6/9

সেফের দাদু ইফতিকার আলি খান পতৌদিও ক্রিকেটার ছিলেন।
7/9

সেফ নিজেও ক্রিকেট পছন্দ করেন এবং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে তাঁর দলও রয়েছে। তাও তিনি বাবার মতো ক্রিকেটার নয়, মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন।
8/9

ক্রিকেটকে তাঁর পেশা হিসাবে না বাছার কারণ একবার সেফ নিজেই নিজের মুখে জানিয়েছিলেন।
9/9

তিনি ক্রিকেটপ্রেমী হলেও, তাঁর মায়ের প্রভাবে ছোট থেকেই সিনেমা এবং শিল্পের বিভিন্ন ফর্ম তাঁকে বেশি টানে। সেই কারণে সেটাকেই পেশা হিসাবে বেছে নেন সেফ। ছবি-আইসিসি, পিটিআই
Published at : 21 Jan 2025 04:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
