এক্সপ্লোর
Sonakshi-Zaheer Reception: লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, রিসেপশনে অনবদ্য নববধূ সোনাক্ষী, হাজিরা দিল গোটা বলিউড
Sonakshi-Zaheer Wedding: বলিউডের তারকা যুগলের বিয়ে বলে কথা। সোনাক্ষী-জাহিরের রিসেপশনে চাঁদের হাট।
সোনাক্ষী-জাহিরের রিসেপশনে চাঁদের হাট।
1/17

বিয়ে হল বিকেলে, আর তার পরই রিসেপশন। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে এবং রিসেপশন জমজমাট।
2/17

সাত বছর আগে এই দিনই ভালবাসা উপলব্ধি করেছিলেন। সেই দিনেই রেজিস্ট্রি বিয়ে সারলেন সোনাক্ষী-জাহির। রিসেপশনে মাথাভর্তি সিঁদুর, লাল শাড়িতেও আবির্ভূত হলেন সোনাক্ষী। সাদা শেরওয়ানি বেছেছিলেন জাহির। রিসেপশনে জাহিরের বক্ষলগ্না ছিলেন সোনাক্ষী। স্ত্রীর কানে কানে কিছু বলতেও দেখা যায় জাহিরকে।
3/17

বিয়ে থেকে রিসেপশন, সোনাক্ষীর বিশেষ দিনে আগাগোড়া পাশে ছিলেন 'হীরামন্ডি'র সহ অভিনেত্রী অদিতি রাও হায়দরি। অদিতির পাশে ছিলেন প্রেমিক সিদ্ধার্থ।
4/17

বিয়েতে মেয়ের পাশেই ছিলেন শত্রুঘ্ন এবং পুনম সিনহা। রিসেপশনে হাত ধরেই ঢোকেন তাঁরা।
5/17

জাহিরের গোটা পরিবারও হাজির ছিল বিয়ে এবং রিসেপশনে। রেড কার্পেটে একসঙ্গে ধরা দেন জাহিরের মা-বাবা।
6/17

স্বামী সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে রিসেপশনে পৌঁছন বিদ্যা বালন। সুভাষ ঘাই ও তাঁর স্ত্রীর সঙ্গেও আলাপচারিতা সারেন।
7/17

একেবারে ধোপদুরস্ত সাজে রিসেপশনে হাজির হন সঞ্জয় কপূর। ছেলেমেয়ে বা স্ত্রীকে দেখা যায়নি পাশে।
8/17

অজয় দেবগণকে দেখা যায়নি। একাই সোনাক্ষী-জাহিরের রিসেপশনে হাজির হন কাজল।
9/17

সোনাক্ষী-জাহিরের রিসেপশনে পৌঁছন সায়রা বানু। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে একাই সর্বত্র যান তিনি।
10/17

হঠাৎ করেই দেখা হয়ে যায় অনিল কপূর এবং চাঙ্কি পাণ্ডের। পাপারাৎজিদের সামেন একসঙ্গে পোজ দেন, খোশগল্পও করেন।
11/17

বিয়ে থেকে রিসেপশন, সকাল থেকে দেখা গিয়েছে সাকিব সেলিমকে। জাহিরের ব্যাচেলর পার্টিতেও হাজির ছিলেন তিনি। আজ ছিলেন কন্যাপক্ষের তরফে।
12/17

'হীরামন্ডি' থেকে সুসম্পর্ক। সোনাক্ষী-জাহিরের রিসেপশনে হাজির হন সঞ্জিদা শেখ।
13/17

যেখানেই যান, দ্যুতি ছড়ান তিনি। সোনাক্ষী-জাহিরের রিসেপশনে একই রূপে দেখা গেল তব্বুকে।
14/17

পরিচালক লঞ্জয় লীলা বনশালীই সোনাক্ষীর কেরিয়ারে জিয়ন কাঠি ছুঁইয়েছেন। তিনিও হাজির হন রিসেপশনে।
15/17

শীঘ্রই সন্তান আসতে চলেছে জীবনে। রিচা চাড্ডা-আলি ফসলও হাজির হন।
16/17

সেনাক্ষীর প্রিয়বন্ধু তিনিই। সকাল থেকে পাশে ছিলেন হুমা কুরেশি। রিসেপশনেও নজর কাড়েন তিনি।
17/17

বরাবরের মতোই অনবদ্য রেখা। সোনাক্ষী-জাহিরকে আশীর্বাদ করতে পৌঁছন তিনিও।
Published at : 23 Jun 2024 11:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















