এক্সপ্লোর
'Thank God' Promotion: রিয়েলিটি অনুষ্ঠানের মঞ্চে ছবির প্রচারে টিম 'থ্যাঙ্ক গড'
Movie Promotion: জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান 'ঝলক দিখলা যা'র সেটে হাজির আগামী ছবি 'থ্যাঙ্ক গড'-এর পুরো টিম। পাপারাৎজিদের জন্য দিলেন পোজ।
'থ্যাঙ্ক গড'
1/10

বহু প্রতীক্ষিত 'থ্যাঙ্ক গড' ছবির প্রচারে নেমে পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও রকুলপ্রীত সিংহ।
2/10

সম্প্রতি ছবির গোটা টিমকে দেখা গেল জনপ্রিয় রিয়েলিটি শো 'ঝলক দিখলা যা'-এর সেটে।
3/10

সেটে ক্যামেরাবন্দি হলেন অনুষ্ঠানের তিন বিচারক মাধুরী দীক্ষিত, কর্ণ জোহর ও নোরা ফতেহি।
4/10

'থ্যাঙ্ক গড' ছবিতে দেখা যাবে অজয় দেবগণকেও। এদিনের প্রচারেও হাজির ছিলেন তিনি।
5/10

'থ্যাঙ্ক গড' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইন্দ্র কুমার।
6/10

বহু প্রতীক্ষিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর, ২০২২।
7/10

প্রসঙ্গত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে।
8/10

ছবির পরিচালক ও ২ অভিনেতার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা দায়ের করা হয়।
9/10

মামলাকারী আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করেন।
10/10

ট্রেলারে স্যুট পরিহিত চিত্রগুপ্ত ও মশকরা করার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
Published at : 18 Oct 2022 09:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























