এক্সপ্লোর
Happy Birthday Vikrant Massey: '12th ফেল' থেকে 'মির্জাপুর', বার্থডে বয় বিক্রান্তের অন্যতম সেরা পারফর্ম্যান্সগুলি
Vikrant Massey Birthday: ৩৭ পূর্ণ করলেন অভিনেতা বিক্রান্ত মাসে। আজ তাঁর জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু দুর্দান্ত পারফর্ম্যান্স।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

৩ এপ্রিল ৩৭ পূর্ণ করলেন অভিনেতা বিক্রান্ত মাসে। টেলিভিশনের প্রথম সারির অভিনেতা থেকে শুরু করে বড়পর্দার বিখ্যাত তারকা। নিজের কেরিয়ারে নিঃসন্দেহে অনেকটা রাস্তা এগিয়েছেন বিক্রান্ত। দর্শকদেরও খুব পছন্দের তিনি। এক ঝলকে তাঁর অন্যতম সেরা ৫ ছবি দেখে নেওয়া যাক।
2/10

'12th ফেল' - সমালোচকদের দাবি এই ছবি নিঃসন্দেহে অভিনেতার শ্রেষ্ঠ কাজ। বিক্রান্ত সমালোচকদের দ্বারা প্রশংসিত '12th ফেল'-এ একজন অনুপ্রেরণাদায়ক বাস্তব জীবনের অর্জনকারীর অনায়াসে চিত্রায়নের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন।
Published at : 03 Apr 2024 02:24 PM (IST)
আরও দেখুন






















