এক্সপ্লোর
সাত পাকে বাঁধা, দেবলীনা হলেন গৌরবময়, এবিপি আনন্দে এক্সক্লুসিভ ছবি
1/7

এবিপি আনন্দের তরফেও নবদম্পতিকে অনেক শুভেচ্ছা।
2/7

সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমার। মেহেন্দির অনুষ্ঠানের পর ছবি দিয়েছিলেন নিজেই। গায়ে হলুদের পরও এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন ছবি। গায়ে হলুদ ঢাকাই, হাতে শাঁখা-পলা। মায়ের আশীর্বাদ নিলেন প্রাণ ভরে। তারপর একে একে সারা হল সব রীতি। দেবলীনাও হাসি মুখে সব করলেন। করোনা কালে ধুমধাম কম হল ঠিকই, কিন্তু আনন্দ ছিল কানায় কানায় পরিপূর্ণ। আইবুড়ো ভাতের দিন দেবলীনাকে ফোন করতেই ভেসে এল কার যেন কণ্ঠস্বর...কপির তরকারিটা কই রে।
Published at :
আরও দেখুন






















