এক্সপ্লোর
Face Steaming: সপ্তাহে অন্তত একবার ব্যবহার, ফেস স্টিমিংয়ে ত্বকের হবে এই উপকার
Lifestyle Tips: ত্বকের যত্নে অতি সহজ পদ্ধতি ফেস স্টিমিং। হাতে সময় কম থাকলে এইভাবে নিতে পারেন ত্বকের যত্ন।
ফাইল ছবি
1/10

ত্বকের যত্নে দিনভর ফেস ওয়াশ থেকে সেরাম ব্যবহার করা হয়। এমনকী পার্লারের মতো যত্ন নিতে বিভিন্ন বাজারজাত জিনিসও কেনা হয়। ত্বকের যত্নে সময় কম লাগে ফেসিয়াল স্টিমিংয়ে। যা অত্যন্ত সহজ পদ্ধতি।
2/10

এই পদ্ধতিতে ত্বক নরম করে এবং ত্বকের উপর থাকা তেল-ময়লা দূর করতে পারে। সাধারণত, বিশেষ ফেস স্টিমার বা গরম জল বড় বাটিতে নিয়ে মুখে স্টিম নেওযা যায়।
Published at : 20 Feb 2025 12:29 AM (IST)
আরও দেখুন






















