এক্সপ্লোর
Haifall Problem: অল্প বয়সে চুল পড়ছে ক্রমাগত? কী করা উচিৎ আপনার?
Lifestyle Hair Fall Problem: অত্যাধিক উচ্চতাপ যুক্ত হেয়ার ড্রায়ারের ব্যবহার কমিয়ে দেওয়া উচিৎ। এতে চুলের মান আরও দুর্বল হয়ে যায়।

চুল পড়ার সমস্যা রয়েছে আপনার?
1/10

খুব কম বয়সেই আপনার চুল পড়ে যাচ্ছে? লোকসমাজে বেরোতে লজ্জা পান আপনি? কী করবেন বলুন তো?
2/10

নারকেল বা ক্যাস্টর অয়েল দিয়ে নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে তা রক্ত প্রবাহকে উদ্দীপিত করে। চুলের মান আরও উন্নত করে।
3/10

কম বয়সে খাওয়ার দাওয়ারে অনেক সময় পুষ্টি অভাব দেখা দিলে তার প্রভাব চুলেও পড়ে। চুলের জন্য পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন প্রয়োজন হয়।
4/10

অত্যাধিক উচ্চতাপ যুক্ত হেয়ার ড্রায়ারের ব্যবহার কমিয়ে দেওয়া উচিৎ। এতে চুলের মান আরও দুর্বল হয়ে যায়।
5/10

খাবারের ওপর লক্ষ্য রাখুন। নিয়মিত সুষম খাবার খাওয়া উচিত। পেটের সমস্যার জন্যও চুল কিন্তু দ্রুত পড়তে পারে।
6/10

চুল ধোয়া বা আঁচড়ানোর সময় খুবই যত্নশীল হওয়া উচিত। মেয়েদের ক্ষেত্রে খুব শক্তি করে চুল বাঁধার অভ্যেস বদলানো উচিৎ।
7/10

শ্যাম্পু, তেলের ব্যবহার করেন? সেক্ষেত্রে ভালমত মাথা ধুয়ে মুছে ফেলতে হবে। জল যেন না জমে থাকে। মাথার ত্বকে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করবে।
8/10

আপনার অ্যালোপেসিয়া রোগ আছে? মানসিক সমস্যায় ভোগেন? সেক্ষেত্রেও কিন্তু চুল পড়তে পারে ক্রমাগত। চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত।
9/10

ধূমপান এবং জেনেটিক্সের কারণে হতে চুল পড়া। সেক্ষেত্রে শুরু থেকেই সতর্ক থাকতে হবে। হরমোনাল সমস্যাও থাকতে পারে অনেকের।
10/10

সামুদ্রিক মাছে ওমেগা-৩-এর মতো ফ্যাটি এসিড থাকে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। ফল, শাক সব্জি খাওয়া শুরু করুন।
Published at : 12 Oct 2024 01:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
আইপিএল
ক্রিকেট
জেলার
Advertisement
ট্রেন্ডিং
