এক্সপ্লোর
Crack Foot Problem : পা-ফাটার সমস্যা কেন দেখা যায়? কী কী করলে এর থেকে সহজেই মিলবে মুক্তি
Cracked Heel : শীতকালে বাড়ে পা ফাটার সমস্যা। বিশেষ করে অনেকের ক্ষেত্রে তো মারাত্মক ভাবে গোড়ালি ফাটতে দেখা যায়। কেন এই সমস্যা দেখা দেয়? কী করলে কমবে? জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে পা ফাটার সমস্যা বাড়ে একথা সকলেই জানেন। কিন্তু কেন এমন হয়? বছরের অন্যান্য সময়েই বা কেন পা ফাটে?
2/10

ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে আবহাওয়া রুক্ষ, শুষ্ক থাকে। তার জেরে ত্বকও রুক্ষ, শুষ্ক হয়ে যায়। আর এই কারণেই পা ফাটার সমসস্যা বাড়ে।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। জল কম খাওয়া হলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। আর এই ডিহাইড্রেশনের কারণে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে গিয়ে, পা ফাটার সমস্যা বাড়তে পারে। এই বিশেষ কারণে পা ফাটার সমস্যা সারা বছরই হতে পারে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। পায়ের উপর খুব চাপ দিয়ে হাঁটলে, অর্থাৎ গোড়ালিতে বেশি চাপ পড়লে পা ফেটে যেতে পারে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। ধুলোবালি এলাকায় খালি পায়ে হাঁটলে, মূলত খালি পায়ে হাঁটলে পা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরেও চটি পরার চেষ্টা করুন।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। ঠিকভাবে জুতো পরা না হলে, আপনার পায়ের জন্য সঠিক জুতো না হলেও পা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই জুতোর ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। পা ফাটার সমস্যা কমাতে কিংবা এড়াতে চাইলে বাড়িতেই কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে পারেন আপনি। উপকার পাবেন অল্প দিনের মধ্যেই।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে অবশ্যই মোজা পরার অভ্যাস করুন। তাহলে তুলনায় পা কম ফাটবে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। পা পরিষ্কার রাখতে হবে নিয়মিত। পায়ে নোংরা যত বেশি জমবে, তত বেশি পা ফাটবে। তাই সতর্ক থাকুন।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে তো বটেই, যাঁদের পা ফাটার প্রবণতা রয়েছে, তাঁরা সারাবছর পায়ে এবং বিশেষ করে গোড়ালিতে ক্রিম ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন। ক্রিম গরম করেও লাগানো যায় পা ফেটে যাওয়ার অংশে। গ্লিসারিন শুধুও লাগানো যায়।
Published at : 08 Dec 2025 08:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















